‘আড্ডা যখন অন্যরকম’, এক ফ্রেমে মিঠুন-যীশু-রুদ্রনীল!

‘আড্ডা যখন অন্যরকম’, এক ফ্রেমে মিঠুন-যীশু-রুদ্রনীল!

কলকাতা: বিধানসভা নির্বাচনের আর কয়েকদিন বাকি থাকতেই কি আবার টলিউডের এক বড় নাম যোগ দেবেন রাজনীতিতে? কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার প্রবল কৌতুহল বাড়ালেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম স্বনামধন্য এবং পরিচিত অভিনেতা যীশু সেনগুপ্ত। কারণ সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তাঁর। বিজেপি নেতার রুদ্রনীল এই ছবি শেয়ার করে লিখেছেন, “আড্ডা যখন অন্যরকম!” তাহলে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন যীশু? প্রশ্ন স্বাভাবিক।

আগের সময় হলে এটা নিতান্তই আড্ডা, বা অন্য রকম আড্ডা হিসেবে মানা যেত। কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেমন, বা বলা ভাল টলিউডের রাজনৈতিক পরিস্থিতি যেমন, তাতে এই আড্ডাকে নিছক অন্য রকম আড্ডা বলা যায় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক রঙে এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে টলিউড। আজ কেউ তৃণমূল শিবিরে নাম লেখালে, পরের দিন দেখা যাচ্ছে কেউ বিজেপি শিবিরে নাম লেখাচ্ছেন। তাই এখন অভিনেতা বা অভিনেত্রীদের মধ্যে নিছক আড্ডাও যেন রাজনৈতিক রঙ পেয়ে যাচ্ছে। তাই যিশু সেনগুপ্তের সঙ্গে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষের আড্ডাও যে রাজনৈতিক রং পাবে তাতে কোন সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবার পর নেটাগরিকদের অনেকেই একাধিক কমেন্ট করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। কেউ কেউ প্রবল কটাক্ষ করেছেন মিঠুন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষকে। কেউ আবার যীশুকে সরাসরি বলছেন ‘জয় শ্রীরাম’।

আড্ডা যখন অন্যরকম❤️ #MithunChakraborty #Jishu

Posted by Rudranil Ghosh on Tuesday, 9 March 2021

উল্লেখ্য, নকশালপন্থী মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন এক সময়। পরবর্তী ক্ষেত্রে রাজনীতি থেকে বেশ কয়েক বছর দূরে থাকার পর গত রবিবারসরীও ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। অন্যদিকে রুদ্রনীল ঘোষও বামপন্থী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্তর্ভুক্তি ঘটান নিজের। ‌ তিনিও হালে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান দিয়েছেন। তবে যীশু সেনগুপ্ত এখন সত্যি সত্যি রাজনীতিতে বা বিজেপিতে যোগদান কিনা, তা জানতে গেলে অপেক্ষা করতেই হবে বেশ কিছুটা সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *