কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবারই টগরি সাহা মনোনয়ন জমা করেছেন। কিন্তু এখানে প্রশ্ন হল, তিনি কোন দলের প্রতীকে ভোটে লড়বেন? এই বিষয় নিয়ে তিনি নিজে কোনও মন্তব্য করেননি। তাই স্বাভাবিকভাবেই এই ইস্যুতে এখন আলোচনা রাজ্য রাজনীতিতে।
এদিন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। সেখানে তাঁর স্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্য কোনও দল বা নির্দল হিসেবে যদি তাঁর স্ত্রী প্রার্থী হন তাহলে তিনি কখনই তাঁকে সমর্থন করবেন না। তবে তাঁর স্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত থাকতেই পারে বলে জানান জীবন। একই সঙ্গে এটাও বলেন, তিনি টগরিকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য অনুরোধ করবেন। কিন্তু সত্যি কি তৃণমূলের প্রতীকে লড়তে চলেছেন গ্রেফতার হওয়া বিধায়কের স্ত্রী? বিষয়টি তেমন কিছু নয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বুধবার সেই নন্দীগ্রামেই চলল রাতভর নাটক। west bengal panchayat election 2023 | Trinamool congress” width=”853″>
জানা গিয়েছে, নির্দল প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়ন জমা করেছেন টগরি সাহা। কারণ আগেই জানা গিয়েছিল যে, তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকায় বড়ঞার বিধায়ক-পত্নীর নাম নেই। তবে তিনি কোন আসন থেকে লড়ছেন তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এখন এটাই দেখার, শেষ পর্যন্ত টগরি সাহা পঞ্চায়েত ভোটে লড়েন কিনা। আর লড়াই করলেও তাঁর জয় আসে কিনা।