দেড় বছর পর বিধানসভার অধিবেশনে এসে ‘ভীষণ খুশি’ জামিনে মুক্ত জীবনকৃষ্ণ

কলকাতা: গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা৷ সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন তিনি৷ শুক্রবার বিধানসভার অধিবেশনে যোগ দিলেন বড়ঞার…

কলকাতা: গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা৷ সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন তিনি৷ শুক্রবার বিধানসভার অধিবেশনে যোগ দিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক।

দীর্ঘ ১৩ মাস জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টের রায়ে জামিন পান জীবনকৃষ্ণ। জামিনে মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন তিনি৷ পড়াচ্ছেন স্কুলেও৷ বিধানসভা ভবনেও এসেছিলেন বড়ঞার বিধায়ক। এবার এই প্রথম অধিবেশনে যোগ দিলেন৷ কেমন লাগছে তাঁর? জানালেন, তিনি খুশি। জীবন বলেন, ‘‘সত্যি খুব ভালো লাগছে। আমি ফিরে আসায় দলের বিধায়কেরাও আনন্দিত। আমিও খুব খুশি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *