বাতিল কাপড় দিয়েই শিল্প! তৈরি হচ্ছে গয়না, পাপোশ

বাতিল কাপড় দিয়েই শিল্প! তৈরি হচ্ছে গয়না, পাপোশ

Crafting

 ঝাড়গ্রাম: বাতিল কাপড় থেকেই শিল্প গড়ছেন এ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা৷ তৈরি করছেন গয়না, পাপোশ৷ স্কুলের ইউনিফর্ম তৈরি করার পর যে কাপড় পড়ে থাকে, তা নিয়ে বাহারি গয়না ও ঘর সাজানোর সরঞ্জাম তৈরি করা হচ্ছে৷ উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন৷ এই জেলায় প্রায় ২১ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে৷ সরকারি আনন্দধারা প্রকল্পের মাধ্যমে তাঁদের স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে প্রশাসন৷ এই প্রকল্পে বিভিন্ন স্কুলের ইফনিফর্মও তৈরি করে থাকেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা৷ (Crafting)

জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার ২৩৪২টি প্রাইমারি স্কুলের জন্য মোট ১ লক্ষ ৫৬ হাজার ৫৬২টি ইউনিফর্মের বরাত পেয়েছিলেন তাঁরা৷ এই পোশাক তৈরির পর প্রচুর কাপড়ের টুকরো বেচে যায়৷ সেই বাতিল টুকরো দিয়েই হাতের কাজ শুরু করেন তাঁরা৷ তৈরি করা হয় মহিলাদের গয়না, পাপোশ, বালিশ কভার প্রভৃতি৷ ঝাড়গ্রাম জেলা আনন্দধারা প্রকল্পের অধিকর্তা শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘ইউনিফর্ম তৈরি করার পর প্রচুর সাদা ও নীল কাপড়ের টুকরো বেচে গিয়েছিল৷ সেগুলি ব্যবহারযোগ্য করে তোলায় অপচয় কমেছে৷’’ ইতিমধ্যেই মহিলাদের হতে তৈরি সেই সব উপকরণ বিক্রির জন্য কলকাতার ঢাকুরিয়ায় ঝাড়গ্রাম জেলার সরকাকি স্টল এবং জেলার আদি উৎকর্ষ কেন্দ্রে পাঠানো হয়েছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =