সম্মান বাঁচাতেই পদত্যাগ করেছিলাম, সৌমেন্দ্রনাথের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন প্রাক্তন এজি

সম্মান বাঁচাতেই পদত্যাগ করেছিলাম, সৌমেন্দ্রনাথের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন প্রাক্তন এজি

jayanta

কলকাতা: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজির পদ থেকে ইস্তফা  দেওয়ার পরই বোমা ফাটিয়েছে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, আত্মসম্মান বাঁচাতেই পদ ছেড়েছেন৷ ইস্তফা দিয়ে বিলেত থেকে ফিরেই শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ রাজ্য সরকারের সঙ্গে কাজ করা নিয়ে তাঁর যে একাধিক তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সে কথাও জানিয়েছেন৷ এবার তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে মুখ খুললেন রাজ্যের আরেক প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, রাজ্য সরকার তাঁর পরামর্শ মেনে চলতে চায়নি৷ সে কারণেই তিনি পদত্যাগ করেছিলেন৷

জয়ন্ত মিত্রের বক্তব্য, সরকার যদি এজির কথা না-ই শোনে, তাহলে পদে থেকে লাভ কী? এ প্রসঙ্গে ত্রিপুরার প্রাক্তন এজি তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য যদি এজিকে দুর্নীতির পক্ষে সওয়াল করতে চাপ দেয়, তাহলে মান সম্মান বজায় রাখতে পদত্যাগ করাই শ্রেয়৷ 

তৃণমূল  জমানায় মোট ৫ জন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করেছেন। তবে কেই সরকারের বিরুদ্ধে মুখ খোলেননি৷ সেখানে ব্যতিক্রিম সৌমেন্দ্রনাথ৷ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘মান সম্মান নিয়ে কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও মানসম্মান না থাকলে সেখান থেকে সরে আসাই উচিত।’ তিনি আরও বলেন, ‘‘রাজ্য সরকার দুর্নীতির তদন্তের বিরোধিতা করতে পারে না। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হওয়াই উচিত। রাজ্য সরকারের নীতিই হওয়া উচিত যে তারা দুর্নীতির বিরুদ্ধে। দেখা উচিত, দুর্নীতির জন্য যাঁরা দায়ী, তারা যেন শাস্তি পায়।”’ তাঁর কথা শুনে জয়ন্ত মিত্র বলেন, “আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এমন। আমাকেও রিজাইন করতে হয়েছিল।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 20 =