Aajbikel

কাশ্মীরের জঙ্গিহানায় শহিদ বাংলার জওয়ান, সদ্য বিয়ে করেছিলেন

 | 
army

দার্জিলিং: ভূস্বর্গে জঙ্গি হামলায় আবার প্রাণ গেল ভারতীয় জওয়ানদের। তাঁদের মধ্যে একজন আবার এই রাজ্যের বাসিন্দা। শুক্রবার সকালে রাজৌরি সেক্টরে অভিযান চালানোর সময় জঙ্গিরা অতর্কিতে হামলা চালায় সেনা জওয়ানদের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তাঁদের মধ্যে একজন দার্জিলিঙের বিজনবাড়ির বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোকে পাথর পরিবার। কয়েক সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন তিনি। 

জানা গিয়েছে, রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে সন্ত্রাসদমন অভিযান চালিয়েছিল সেনা। সেই সময় সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা। তাতেই দু'জন জওয়ান শহিদ হন। আর এদের মধ্যেই একজন দার্জিলিংয়ের বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী। সেনা সূত্রে খবর, বিয়ের জন্য মাস দুয়েক আগে বাড়ি গিয়েছিলেন তিনি। তারপর ১৪ এপ্রিল আবার কাজে যোগ দেন। অর্থাৎ বিয়ের কয়েক দিনের মধ্যেই জঙ্গি হামলায় শহিদ হতে হল তাঁকে। নববধূর সঙ্গে আর দেখা হল না তাঁর। শুক্রবার রাতেই বিজনবাড়ির কিজম বস্তিতে সিদ্ধান্তের মৃত্যুর খবর আসে। তাতে শোকে বিহ্বল পরিবার সহ গোটা এলাকা। 

সেনার তরফে জানা যায়, ২০১৯ সালে প্যারাকামান্ডোতে যোগ দিয়েছিলেন সিদ্ধান্ত। তারপর খুবই অল্প সময়ের মধ্যে নিজেকে প্রমাণ করে ২০২১ সালে প্যারা এসএফ-এ নিযুক্ত হন ২৫ বছরের ওই যুবক। সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল, জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে ওই জঙ্গলে আশ্রয় নিয়েছে। তাদের দমন করতেই অভিযান চালানো হয়। 

Around The Web

Trending News

You May like