বিধানসভায় পালন হল জন্মাষ্টমী, বিমানকে ‘এড়ালেন’ শুভেন্দু

বিধানসভায় পালন হল জন্মাষ্টমী, বিমানকে ‘এড়ালেন’ শুভেন্দু

কলকাতা: জন্মাষ্টমী উপলক্ষে আজ রাজ্য বিধানসভায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁদের সবাইকে শান্তি সম্প্রীতি নিয়ে চলতে হবে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব শুধু পালন করলে হবে না, নিজেদের শুদ্ধ হতে হবে বলে তিনি জানান। অধ্যক্ষ বলেন, বিধানসভা এমন একটি পীঠস্থান যেখানে সব ধর্মের মানুষকে নিয়ে চলতে হয়। চলতি বছর এই অনুষ্ঠান পা দিয়েছে ৫৯ তম বর্ষে। যদিও অন্যান্য বছর যে চিত্র দেখা যায়, এবার সেই চিত্র দেখা গেল না বিধানসভায়। কার্যত ‘প্যাক’ ইস্যু সামনে চলে এল।

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগ’? গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে এবং দল মত নির্বিশেষে মানব সেবায় নিয়োজিত হবার কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, মনোজ টিক্কা, চন্দনা বাউরী প্রমূখ। কিন্তু অন্যানবার যেমন এই অনুষ্ঠানে স্পিকার-সহ শাসকদলের প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন বিরোধী দলের বিধায়করা, সেই দৃশ্য এবার দেখা গেল না। মনে করা হচ্ছে, ‘প্যাক’ ইস্যু নিয়ে যতক্ষণ না বিজেপি কিছু সুবিধা করতে পারছে, ততক্ষণ শাসক শিবিরের থেকে এই দূরত্ব বজায় রাখবে গেরুয়া বাহিনী। কাজ স্পিকার যতক্ষণ মঞ্চে ছিলেন ততক্ষণ বিধানসভায় আসেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। বিমান বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার প্রায় ৪০-৫০ মিনিট পর তিনি সেখানে আসেন। উল্লেখ্য, আগামী সোমবার জন্মাষ্টমী হলেও শনিবার এবং রবিবার ছুটি থাকায় আজ এই অনুষ্ঠানের সূচনা করা হল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 15 =