Aajbikel

সাইকেল চালিয়ে থানায় এলেন জঙ্গিপুরের পুলিশসুপার, দোকানে চা খেতে খেতে কথা বললেন স্থানীয়দের সঙ্গে

 | 
সাইকেলে চড়ে পুলিশ সুপার

 মুর্শিদাবাদ: থানার বাইরে সাইকেল রেখে গটগট করে ঢুকে পড়লেন ভেতরে। তাঁর ভাবগতি দেখে পুলিশকর্মীরা তখন হতবাক। কিছুক্ষণ পর ঠাওর হল যিনি সাইকেলে চেপে থানায় এসেছেন, তিনি আর কেউ নন, স্বয়ং পুলিশসুপার। গায়ে পুলিশের উর্দিও নেই! এসেছেন সাধারণ পোশাকে৷ জঙ্গিপুরের এসপির এই কাণ্ডে সোমবার সন্ধেয় সাড়া পড়ে গেল সূতি থানায়। পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থীর এহেন কাণ্ডে সকলেই অবাক৷ 

সাধারণ পোশাকে প্রায় ৩৫ কিলোমিটার সাইকেল চালিয়ে কোনও পুলিশ সুপার থানা ভিজিটে আসছেন, তা কার্যত নজিরবিহীন। সাইকেল চালিয়ে হঠাৎ থানায় এসপির আগমনকে ঘিরে তখন হুলস্থুল থানা চত্বরে৷ একেবারে সাধারণ বেশে ধরা দেন তিনি৷ সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। এরপর থানা লাগোয়া একটি চায়ের দোকানে বসে স্থানীয় মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন। বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে সমস্যীর কথা জানার চেষ্টা করেন। স্থানীয় যুবকদের সুবিধা-অসুবিধার কথাও জানতে চান তিনি। দোকানে বসেই চায়ে চুমুক দিতে দিতেই জনসংযোগ সারেন পুলিশ সুপার। পরে তিনি বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখাই আমার উদ্দেশ্য। সাধারণ মানুষকে আশ্বাস্ত করতে চাই যে পুলিশ তাঁদের পাশে আছে। মানুষকে রক্ষার দায়িত্ব পুলিশের।”


পুলিশসুপারের সঙ্গে মুখোমুখি কথা বলতে পেরে বেশ খুশি এলাকাবাসীও৷ এভাবে হঠাৎ থানা অভিযান মানুষের উপকারে আসবে বলেই মনে করছেন তাঁরা। 

Around The Web

Trending News

You May like