কলকাতা: ভিভি প্যাটে ভুল ভোট পড়েছে এমন অoভিযোগ শুধু জানালেই হবে না, অভিযোগকারীকে তা প্রমাণও করতে হবে৷ যদি অভিযোগকারীর অভিযোগ প্রমাণিত না হয় তবে তাঁকে জেল খাটতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ এ সংক্রান্ত নির্দেশিকা তারা জেলা নির্বাচন দপ্তরে পাঠিয়ে দিয়েছে৷
নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর প্রথম লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্বে রাজ্যের সব বুথে ভিভি প্যাটের পূর্ণাঙ্গ ব্যবহার হবে৷ ওই মেশিনে ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন তা নিজে দেখতে পাওয়ার পাশাপাশি একটি নথিও সংগ্রহ হবে৷ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, যদি কোনও ব্যক্তি ভোট দেওয়ার পরে বাইরে বেরিয়ে এসে অভিযোগ করেন বা প্রচার করেন যে তিনি যেখানে ভোট দিয়েছেন সেই প্রতীক ভিভি প্যাটে দেখানো হয়নি সেখান অন্য দলের চিহ্ন দেখানো হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই অভিযোগ বুথের প্রিসাইডিং অফিসারকে নথিভুক্ত করতে হবে৷
এরপর ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত রাজনৈতিক দলের এজেন্টদের সামনে অভিযোগকারীকে নিয়ে একটি টেস্ট ভোট নেবেন। সেখানে ওই অভিযোগকারী সকলের সামনে একাধিকবার ভোট দেবেন। যদি সেখানে প্রমাণিত হয় ভিভি প্যাটে ভুল চিহ্ন আসছে তবে ওই কেন্দ্রে নতুন করে ভোট নেওয়া হবে। অন্য দিকে অভিযোগকারীর অভিযোগ প্রমাণিত না হলে অপপ্রচারের অভিযোগে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে তাকে জেলে পাঠানো হবে৷