‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে বিধানসভা ত্যাগ বিজেপি বিধায়কদের! তুমুল হইচই

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে বিধানসভা ত্যাগ বিজেপি বিধায়কদের! তুমুল হইচই

কলকাতা: প্রথম থেকেই এই নিয়ে বিতর্ক ছিল যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পড়বেন। ‌ তাই বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে বিক্ষোভ এবং বিরোধিতা হবে তা জানা কথা। সেই মতই শুরু থেকেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী কেন বাজেট করবেন এই প্রশ্ন তুলে সরব হন তারা। বিজেপি বিধায়কদের এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন। তবে সেসব পাত্তা দেয়নি বিজেপি বিধায়করা। প্রতিবাদ করে বিধানসভার ত্যাগ করে তারা। তবে বিধানসভার ত্যাগ করতে করতে জয় শ্রীরাম ধ্বনি তুলে শাসকদলের বিরোধিতা করেছেন বিজেপির সকল বিধায়ক।

গোটা ঘটনায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যক্ষভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন যে স্পিকারের কথা না শুনলে তিনি ব্যবস্থা নেবেন। তিনি আরো বলেন যে, রাজ্যপালের অনুমোদন রয়েছে আজকের বাজেট পেশের জন্য, তাহলে বিজেপি বিধায়করা কেন এমন আচরণ করছেন সেটা তিনি জানেন না। এ দিকে বিজেপি বিধায়কদের আচরণে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, এর আগে তিনি অনেকবার বাজেট পেশ করেছেন, কিন্তু বাজেট পেশের সময়ে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এই রকম আচরণ করেনি আজকে যা বিজেপির প্রতিনিধিরা করল। যদি ৪-৫ জনে এই অবস্থা হয় তাহলে পরে কি হবে সে বোঝাই যাচ্ছে। বাজেট পেশের আগে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

বিধানসভা ভোটের আগে শেষ রাজ্য বাজেট বয়কট করার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল বাম-কংগ্রেস। একইসঙ্গে রাজ্যপালের বক্তৃতার না থাকার ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বিগত বছরগুলোতে রাজ্য সরকার তাদের কোনো কথাই শোনেনি, একইসঙ্গে রাজ্যপালের বক্তৃতা কেন পাচ্ছে না সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকার। তাই বাজেট অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =