আবারও মমতাকে শুনতে হল ‘জয় শ্রীরাম’ স্লোগান! ৫ জায়গায় গাড়ি ঘিরে বিক্ষোভ

আবারও মমতাকে শুনতে হল ‘জয় শ্রীরাম’ স্লোগান! ৫ জায়গায় গাড়ি ঘিরে বিক্ষোভ

9c2575a31ccd0ccee4d6f325636124ea

নন্দীগ্রাম: গতকাল সভা শেষ করে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর শুভেন্দু অধিকারী। আর আজ কার্যত একই ঘটনা ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নন্দীগ্রামে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনতে হলো তাঁকে এবং একই সঙ্গে প্রায় পাঁচ জায়গায় গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শিত হল তাঁকে উদ্দেশ্য করে। রেয়াপাড়া-নন্দীগ্রাম যাওয়ার পথে স্লোগান শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

এদিকে জানা গিয়েছে, বিজেপি কর্মী এবং সমর্থকরা ভয় দেখাচ্ছেন এক তৃণমূল কংগ্রেস সমর্থিত পরিবারকে। ভোট যাতে তারা না দিতে যেতে পারেন সেইজন্য ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিজেপির তরফে। এদিন সভা শেষ করে নন্দীগ্রামের সেই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর কনভয় ঘিরে বিজেপির কর্মী এবং সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। টেঙ্গুয়া মোড়, বলরামপুর, মহম্মদপুর বাজার, সব জায়গায় দফায় দফায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। উল্লেখ্য, আজ সকালে মমতার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা৷ রেয়াপাড়া ও মহাম্মদ বাজারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিজেপির কর্মী-সমর্থকেরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতে থাকেন৷ যদিও বিজেপি কর্মীদের এই শ্লোগানে কোনও প্রতিক্রিয়া দেয়নি মমতা৷ যদিও এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের৷ স্লোগান ঘিরে কম বিতর্ক হয়নি৷ ভিক্টোরিয়ায় নেতাজির জন্ম জয়ন্তী পালনের উৎসবেও বেনজির ঘটনার সাক্ষী থেকেছে বাংলা৷ 

এদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে যে, শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তীর সভা থেকে ফেরার পর আমগাছিয়ায় তাদের ওপর হামলা করেছে তারা। বেশ কয়েকজন মহিলাকে আক্রমণ করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপির কয়েকজন কর্মী এবং সমর্থক রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং রাস্তায় বসে পড়ে তৃণমূল কংগ্রেস বিরোধী স্লোগান দিতে থাকে। তাদের মূল অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের মধ্যে বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ওপর আক্রমণ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *