কলকাতা: ‘রাজনৈতিক হিংসা কাম্য নয়’৷ উত্তরবঙ্গ যাওয়ার পথে দুই কাউন্সিলের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তিনি বলেন, ‘‘রাজনৈতিক হিংসা গণতন্ত্রের জন্য লজ্জা৷ পর পর দুই কাউন্সিলারের মৃত্যু উদ্বেগজনক৷ রাজ্যের আইনশৃঙ্খলার অত্যন্ত খারাপ৷ রাজ্যের এমন পরিবেশ আশা করা যায় না৷ রাজনৈতিক হিসার অবসান হওয়া উচিত৷ পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে উঠুক, সেটাই কাম্য৷’’
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, দুটো খুনের ঘটনা ঘটেছে৷ পাঁচ রাজ্যে নির্বাচন হয়েছে৷ যেখানে চার কৃষককে গাড়ির নীচে পিষে মারা হয়েছিল, সেখানেও বিজেপি জিতেছে৷ এতে কি প্রমাণ হল কৃষকদের পিষে মারার ঘটনাটি সঠিক ছিল?নির্বাচন নির্বাচনের মতো হয়েছে৷ পশ্চিম বাংলায় এসব হয় না৷ আমরা সেটা হতে দেব না৷
Governor West Bengal Shri Jagdeep Dhankhar looking forward to watching #KashmirFiles and is all praise for the commendable well thought out effort that unravels much needed truth and traverses ground reality of the times then. There are other areas that call for similar focus. pic.twitter.com/fQkRaLIQqb
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 16, 2022
রবিবার ঝালদার কংগ্রস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার রেশ কাটার আগে ওই দিন সন্ধেবেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওযয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। একই দিনে দুই কাউন্সিলের খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যর আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে৷ দুটি ঘটনারই তদন্ত করছে পুলিশ৷
দুই কাউন্সিলার মৃত্যু নিয়েই এদিন উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল৷ পাশাপাশি বুধবার ‘ দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন জগদীপ ধনকড়। টুইটে বলেন, “কাশ্মীর ফাইলস দেখার অপেক্ষায় আছি। এই ছবিতে অনেক সত্যি প্রকাশ্যে এসেছে। এই সুন্দর প্রচেষ্টার জন্য সকলেই প্রশংসা করছেন।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>