কলকাতা: আজ দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। জানা গিয়েছে, সন্ধ্যার বিমানে রাজধানী পৌঁছবেন তিনি এবং ফিরবেন শুক্রবার বিকেলে। তবে এই সফরের মূল কারণ কী, সেই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি রাজভবনের তরফে। উল্লেখ্য, গতকাল বিকেলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকের পর আজ বিকেলে রাজধানী চললেন বাংলার রাজ্যপাল।
বিশেষজ্ঞদের মতে, গতকাল বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পর আবার বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাই আজ তাঁর দিল্লি সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। এটাও মনে করা হচ্ছে যে, দিল্লি গিয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বাংলার পরিস্থিতি সম্পর্কে অবগত করার চেষ্টা করবেন তিনি। এর আগে বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি এবং সেখানেও বাংলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন। এবার একবার ফের সেই একই ধরনের বৈঠক হতে চলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার কারণ এই বিজেপি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তুলেছে। একই সঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হয়েছে তাদের তরফে। এই প্রেক্ষিতে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লি যাওয়া নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। তবে কি সেখানে গিয়ে বিজেপি শিবিরের সুরে সুর মিলিয়ে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাওয়াল করবেন তিনি, এই প্রশ্নের উত্তর সময় দেবে।
Hon’ble Governor West Bengal. Shri Jagdeep Dhankhar will be visiting New Delhi.
Governor Dhankhar will leave for Delhi on the late evening of June 15, 2021 and return to Kolkata on June 18, 2021 in the late afternoon.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2021
প্রসঙ্গত গতকাল, রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার পর বাংলার আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে আক্রমণ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন, এর আগে রাজ্যে তেলিনিপাড়া, ধূলাগড়, বশিরহাট, কালিয়াচক দেখেছি৷ আমরা আশা করেছিলাম ২১৩টি আসন নিয়ে ক্ষমতায় আসার পর এগুলো বন্ধ হবে৷ কিন্তু চন্দননগর আর তিলজলায় যে ঘটনা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই৷ প্রতিবাদ করায় কিছু যুবকে গ্রেফতার করা হয়েছে৷ ধর্ম নিরপেক্ষতার অর্থ সনাতনীদের বিপন্ন হওয়া নয়৷