কলকাতা: গতকাল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে উত্তাল রাজ্য। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সংঘাতের মাঝে এবার মন্তব্য এল রাজ্যপাল জগদীপ ধনকড়ের। টুইট করে তিনি এই ঘটনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করলেন, একইসঙ্গে নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করার পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিন টুইট করে তিনি লেখেন, “গণতন্ত্রে হিংসার কোন জায়গা নেই তাই সবার একসঙ্গে এই ঘটনার প্রতিবাদ করা উচিত। কোচবিহারে যে ঘটনা ঘটেছে তার জন্য দুঃখিত এবং মর্মাহত। রাজ ধর্ম পালন করা উচিত শাসকের এবং সরকারি কাজে নিযুক্ত প্রতিষ্ঠান এবং আধাসেনাকে সম্মান জানানো উচিত”। এর আগে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য এবং রাজ্যপাল সংঘাত বিগত কয়েক বছরে একাধিকবার দেখেছে রাজ্যের বাসিন্দারা। এবার হয়তো শীতলকুচি প্রসঙ্গেও সেই একই জিনিস দেখার বাতাবরণ তৈরি হল।
All must unitedly condemn and abjure violence that has no place in democracy.
Pained and anguished at violence in Coochbehar leading to loss of lives.
People in authority must show statesmanship & ensure respect for constitutional institutions & CAPF engaged in public duty.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 11, 2021
এদিকে, আজই ভিডিও কলে গতকালের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত মনিরুল হক এবং শেখ হামিদুলের দাদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। ভিডিও কলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বলতে শোনা যায়, ভোট দেওয়ার জন্য বুথের বাইরেই দাঁড়িয়েছিল তারা। সেই সময় একদল কেন্দ্রীয় বাহিনী হঠাৎ এসে গুলি চালায় এবং পালিয়ে যায়। এই প্রেক্ষিতে তাদের প্রশ্ন, ভোট দিতে এসে যদি তাদের এই ভাবে মরতে হয় তাহলে এই আইন কিসের জন্য। তাদের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে বলেন যে তিনি যতটা পারবেন ব্যবস্থা করবেন। এরপরে এদিন দুপুরে বর্ধমানে গতকালের ঘটনার প্রতিবাদে রোড শো করলেন তিনি।