রাজ্যে ফেরার আগে ফের শাহি সাক্ষাৎ! টুইটে জানালেন রাজ্যপাল

রাজ্যে ফেরার আগে ফের শাহি সাক্ষাৎ! টুইটে জানালেন রাজ্যপাল

কলকাতা: নির্ধারিত সূচি পরিবর্তিত করে গতকাল রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। সূচি এইভাবে পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছিল। জানা গিয়েছিল আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন তিনি। এবার জানা গেল, সকাল ১১ টায় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। এই সাক্ষাতের পরেই তিনি কলকাতা ফিরবেন বলে জানা গিয়েছে।

এদিন সকালে টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে গিয়ে তিনি তাঁর সঙ্গে দেখা করবেন এবং তারপরেই বিকেলে কলকাতা ফিরবেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল কলকাতা ফিরে আসার কথা ছিল তাঁর কিন্তু জানা যায়, তিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। সেই প্রেক্ষিতেই আজ তাঁর সঙ্গে দেখা করতে যাবেন তিনি। রাজ্যপালের এই দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে কারণ মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে বৈঠক করতে গিয়েছেন তিনি এবং একই সঙ্গে রাষ্ট্রপতি শাসন নিয়ে আলোচনা করেছেন রাজ্যপাল। দিল্লি সফরের আগে রাজভবনে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার সঙ্গে বৈঠক করে বেশি বিতর্ক সৃষ্টি করেন তিনি। তাঁর এই দিল্লি সফরকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘‘রাজ্যপালের যদি কয়লার কোনও কাজ থাকে, তাহলে উনি কয়লামন্ত্রীর কাছে যেতেই পারেন৷ উনি কার সঙ্গে দেখা করবেন সেটা ওঁনার ব্যাপার৷ উনি তো ওদেরই লোক৷’’ এদিকে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজ্যপালের আচরণের বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন সিপিএম৷ বিমান বসু বলেন, ‘‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন৷ বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে ঘুরছেন৷ এটা একজন রাজ্যপালের কাজ নয়৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − two =