‘পরাক্রম’ নয়, ‘দেশনায়ক দিবস’ মানবেন মমতা, বিরোধিতায় রাজ্যপাল

‘পরাক্রম’ নয়, ‘দেশনায়ক দিবস’ মানবেন মমতা, বিরোধিতায় রাজ্যপাল

44a0369d23d6b932820504e9320ca5d7

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষেও যে রাজ্য এবং কেন্দ্র  বিবাদ লেগে গেছে তা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্যে আরো একবার পরিষ্কার হয়ে গেল। আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে রাজ্য সরকার নেতাজির জন্ম দিবস কে দেশনায়ক দিবস হিসেবে উদযাপন করবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি।

রাজ্যপাল জানান, কেন্দ্রীয় সরকার আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। কিন্তু রাজ্য সরকার সেই সিদ্ধান্ত না মেনে নিজেদের মতো দেশনায়ক দিবস হিসেবে উদযাপন করছে এই দিনটিকে। সমস্ত কিছুতে বিরোধিতা করা উচিত নয় বলে মন্তব্য করেন ধনকড়। একইসঙ্গে বলেন, এই ধরনের বিরোধিতা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আরো স্পষ্ট হয়ে গেল রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্যে। এদিকে বাংলায় আসার আগে নিজেকে ধন্য বলে মনে করছেন বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের একাধিক কর্মসূচির কথা ইতিমধ্যেই জানিয়েছেন। সবমিলিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কেন্দ্র এবং রাজ্যের ঠাসা কর্মসূচি।

এদিন সকালে টুইট বার্তায় মমতা জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য, তিনি দেশনায়ক ছিলেন এবং দেশের অখন্ডতায় বিশ্বাসী ছিলেন। দেশনায়ক দিবস হিসেবে এই দিনটি পালন করা হবে। একইসঙ্গে তিনি জানান, রাজারহাটে আজাধীন ফৌজ নামে মনুমেন্ট তৈরি করা হয়েছে, পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের টাকায়। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয়ের সংযুক্তকরণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আজ রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের তরফে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে এই পদযাত্রা হবে রেড রোড পর্যন্ত। অন্যদিকে, আজ ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, সেই একই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের অনেক নেতৃত্বকে একসঙ্গে দেখা যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *