প্রধানমন্ত্রীর সামনে ভুল তথ্য দিয়েছেন মমতা! গর্জে উঠলেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সামনে ভুল তথ্য দিয়েছেন মমতা! গর্জে উঠলেন রাজ্যপাল

কলকাতা: শুক্রবার ভার্চুয়ালি নিউটাউনের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কেন্দ্রের গাইডলাইন জানেন না বলে তোপ দাগেন তিনি। এই ইস্যুতে ইতিমধ্যেই বেড়েছে রাজনৈতিক উত্তাপ। মুখ্যমন্ত্রীর আচরণের তীব্র বিরোধিতা করা হয়েছে বিজেপির তরফে। আর এবার গর্জে উঠলেন খোদ রাজ্যপাল। ‘প্রমাণ’ সহ বললেন, মমতা প্রধানমন্ত্রীর সামনে ভুল তথ্য দিয়েছেন।

গতকাল ভার্চুয়াল ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সামনে বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের জারি করা নির্দেশিকার ৯৯ শতাংশ মেনে চলার চেষ্টা করেছে রাজ্য। রাজনৈতিক মতভেদ থাকা সত্বেও সংক্রমণ রুখতে কেন্দ্রের দেওয়া যাবতীয় নিয়মবিধি পালন করার চেষ্টা করা হয়। অথচ রাজ্যপাল সেসব গাইডলাইন না জেনেই প্রশ্ন তোলেন। এই ইস্যুতেই  ‘প্রমাণ’ সহ টুইট করেন রাজ্যপাল, দাবি করেন যে মমতা ভুল বলেছেন। রাজ্যপাল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে বেশ কিছু নথির স্ক্যান কপি পোস্ট করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সামনে যে তথ্য দিয়েছেন তা ভুল এবং অনুচিত। বিষয়টি অপ্রত্যাশিত। বলেন, চিঠি তিনি জনসমক্ষে প্রকাশ করছেন। নিয়োগে ব্যাপক অনিয়মের রিপোর্টের কোনোটিরই সাড়া পাননি তিনি।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে একহাত নিয়ে আরও জানিয়েছিলেন, ‘‘আমাদের অফিসারও লাগবে। কেন্দ্রের পরামর্শ মেনে বাইরে থেকে লোক নিয়েছি আমরা৷ কিন্তু তাতে আবার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল৷ তিনি জানতে চেয়েছেন, এমনটা কেন হল? কোন প্রক্রিয়ায় এটা করা হল? রাজ্যপাল আদতে জানেন না যে আমি কেন্দ্রের গাইডলাইন মেনেই নিয়োগ করেছি৷” প্রসঙ্গত, বিভিন্ন দফতরে কনসালটেন্ট নিয়োগের জন্য গত মাসেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ রাজ্যের প্রায় ৪০টি দফতরে কনসালটেন্ট ও সিনিয়র কনসালটেন্ট নিয়োগ কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তুলে মুখ্যসচিবকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =