তথ্য চাইছেন কিন্তু পাচ্ছেন না! মমতাকে চিঠি দিলেন রাজ্যপাল

তথ্য চাইছেন কিন্তু পাচ্ছেন না! মমতাকে চিঠি দিলেন রাজ্যপাল

কলকাতা: ফের একবার রাজ্য এবং রাজ্যপাল দ্বন্দ্বের উত্তাপ বেড়ে উঠেছে। সম্প্রতি বিধানসভায় রাজ্যকে রাজ্যপালের আক্রমণ এবং তার পর প্রজাতন্ত্র দিবসে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল কথোপকথন না হওয়াকে কেন্দ্র করে এমনিতেই জোর বিতর্ক। এবার তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অসাংবিধানিক আচরণের অভিযোগ তোলা হয়েছে তাঁর ওই চিঠিতে। রাজ্যপাল জানিয়েছেন, অনেক তথ্য চেয়ে তিনি পাচ্ছেন না।

আরও পড়ুন- ঢুকছে উত্তুরে হাওয়া, হু হু করে নামবে পারদ, হাড় কাঁপানো শীতের ইঙ্গিত হাওয়া অফিসের

চিঠিতে ঠিক কী লিখেছেন রাজ্যপাল? বৃহস্পতিবার সকালে নিজের টুইটারে এই চিঠি প্রকাশ করেন তিনি। জানিয়েছেন, রাজ্যের কাছে নানা বিষয়ে তথ্য চেয়েও পাচ্ছেন না তিনি। রাজ্যপালের দাবি, সংবিধানের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী তিনি কোনও তথ্য চাইলে, সে বিষয়ে তাঁকে অবহিত করা রাজ্য সরকারের বাধ্যবাধকতার মধ্যে পড়ে। কিন্তু এক্ষেত্রে তা পালন করা হচ্ছে না। একাধিক তথ্য চাইলেও তিনি তা পাচ্ছেন না বা তাঁকে দেওয়া হচ্ছে না। তিনি স্পষ্ট লিখেছেন, রাজ্যপাল কোনও তথ্য চাইলে তাঁকে সরকার সেটা দিতে বাধ্য। কোনও তথ্য রাজ্য সরকার রাজ্যপালের কাছ থেকে আড়াল করতে পারে না। যদি তা করা হয় তবে তা অসাংবিধানিক আচরণ।

আসলে সম্প্রতি বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছিলেন। ভোট পরবর্তী হিংসা নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন তিনি। দাবি করেন, রাজ্যের শাসকের আইন চলছে। এই নিয়ে আবার উত্তাপ বাড়ে বাংলার রাজনৈতিক মহলে। বিজেপি বিধায়ক, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁকে সমর্থন করেন। পরবর্তী ক্ষেত্রে প্রজাতন্ত্র দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেও তাঁর সঙ্গে কোনও কথা হয়নি রাজ্যপালের। বিতর্ক আরও বৃদ্ধি পায় এতে। সমালোচনা করে বঙ্গ বিজেপিও। এই আবহে আবার এই চিঠি নতুন মোড় আনল এই ইস্যুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + fourteen =