বিজেপিকে হটিয়ে পড়ুয়াদের উপর লাঠিচার্জ পুলিশের! পরে ক্ষমাপ্রার্থনা

বিজেপিকে হটিয়ে পড়ুয়াদের উপর লাঠিচার্জ পুলিশের! পরে ক্ষমাপ্রার্থনা

2bc3ec2c019b9017911790a29690676f

কলকাতা: জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্রী হোস্টেলে লেঠেল বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে উত্তাল গোটা দেশ৷ অগ্নিগর্ভ কলকাতা৷ পড়ুয়াদের উপর হামলার প্রতিবাদে আজ বিশাল মিছিল করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ পড়ুয়াদের মিছিল সুলেখা মোড় পর্যন্ত এগোতেই শুরু হয় তুমুল উত্তেজনা৷ উল্টোদিক থেকে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনার আগুনে ঘি ঢালতে শুরু করে৷ পরে, বিজেপির মিছিল আটকে পড়ুয়াদের উপর লাঠি চালাতে থাকে পুলিশ৷

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কাজে আসেনি পুলিশি ব্যরিকেড ও লাটিও৷ সুলেখা মোড় অবরুদ্ধ হতেই বিজেপি কর্মীদের ৫ মিনিটের সময়ের মধ্যে এলাকা ফাঁকা করার ঘোষণা করে পুলিশ৷ এরপর বিজেপি কর্মীদের মিছিল এলাকা ফাঁকা করে দিতেই পড়ুয়াদের উপর লাঠিচার্জ করতে থাকে পুলিশ৷ পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন পড়ুয়াদের একাংশ৷  কেন পুলিশ লাঠি তুলল ছাত্রদের উপর? একই সময়ে একই দিকে তিন তিনটি মিছিলের অনুমতি কেন দিল পুলিশ? উঠছে পুলিশের ভূমিকায় প্রশ্ন৷

এদিন সন্ধ্যায় সুলেখা মোড়ে পড়ুয়ারা  মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকেন৷ উল্টোদিক থেকে শুরু করে বিজেপির আরও একটি মিছিল একই সঙ্গে বিপরীত দিক থেকে আসতে থাকে৷ সিপিএমেরও আরও একটি মিছিল আশায় ত্রিমুখী মিছিলে জেরবার হয়ে যায় পুলিশ৷ এরপর পুলিশের তরফে মিছিল আটকানোর চেষ্টা করা হয়৷