পৌরুষত্বের প্রমাণ চেয়েছিল সিনিয়ররা! স্বপ্নদীপ কাণ্ডে ভাইরাল চ্যাট ঘিরে শোরগোল

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় উঠে আসছে ব়্যাগিং-এর অভিযোগ। শনিবার আলিপুর আদালতে সরকার পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, ‘‘একটা অত্যাচারের গল্প পাচ্ছি৷’’ কীভাবে হস্টেলের বারান্দা থেকে পড়ে গেলেন স্বপ্নদীপ? কারও কথায় তিনি ঝাঁপ দিয়েছেন, কেউ আবার বলছেন ভয়ঙ্কর ব়্যাগিংয়ের শিকার হয়েছেন৷ স্বপ্নদীপের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ও হোস্টেলের আবাসিক সৌরভ চৌধুরীকে৷
স্বপ্নদীপের মৃত্যুরহস্য নিয়ে যখন তোলপাড় গোটা বাংলা, তখন হস্টেল আবাসিকদের চ্যাটের কিছু অংশের স্ক্রিনশট ও কিছু অডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যদিও সেই অডিয়ো ক্লিপ ও স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷ তবে হাতে আসা এই অডিয়ো ক্লিপ এবং কথোপকথনের স্ক্রিনশট স্বপ্নদীপের মৃত্যু রহস্যে বাড়তি মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ভাইরাল হওয়া ওই অডিয়ো ক্লিপে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু কথা। সেখানে দাবি করা হয়েছে, রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত হোস্টেলের ঘরে চলত ব়্যাগিং। অভিযোগ, ‘পড়ুয়াদের দিয়ে রাতভর ‘গাঁজা ডলানো’ হত। কথা না শুনলেই চলতো সিনিয়রদের অত্যাচার।’
ভাইরাল হওয়া স্ক্রিনশট এবং অডিয়ো থেকে আরও জানা গিয়েছে, স্বপ্নদীপের নরম মনোভাব ও শান্ত স্বভাবকে ‘নারীসুলভ’ বলে কটাক্ষ করেছিলেন হোস্টেলের সিনিয়ররা। এমনকী তাঁর লিঙ্গ নিয়েও কটুক্তি করা হয় বলে অভিযোগ। সে দিন রাতেও বিভৎস ব়্যাগিং হয়েছিল৷ সকলের সামনে স্বপ্নদীপকে তাঁর পৌরুষত্বের প্রমাণ দিতে বলা হয়। সেই লজ্জায়, অপমানে স্বপ্নদীপ তিনতলা থেকে ঝাঁপ দিয়েছে বলে দাবি করা হয়েছে ওই চ্যাটে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যাদবপুরের হস্টেলে ব়্যাগিং ইস্যুতে ফেসবুকে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। সরব হয়েছেন প্রাক্তনীরাও৷ তাঁরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে৷ অভিযুক্তরা চিহ্নিত হোক, শাস্তি পাক।