আমার সব হারিয়ে গিয়েছে, মৃত্যুর অপেক্ষায় দিন গুনছি: সুদীপ্ত সেন

বারাসত: সারদার ‘লাল ডায়েরি’ প্রসঙ্গে জবাব দেওয়ার পর এবার প্রাণহানীর আশঙ্কা প্রকাশ করলেন বাংলার সাধারণ মানুষের টাকা লুট করার নায়ক সুদীপ্ত সেন৷ বৃহস্পতিবার সারদা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সারদাকর্তার মন্তব্য, ‘‘আমি মৃত্যুর অপেক্ষায় আছি৷’’ কিন্তু, হঠাৎ কেন এই মন্তব্য সারদাকার্তার? জানা গিয়েছে, সারদা মামলায় আজ বারাসত আদালতে তোলা হয় সুদীপ্তক৷ আদালতে ঢোকার আগে সারদাকর্তাকে

আমার সব হারিয়ে গিয়েছে, মৃত্যুর অপেক্ষায় দিন গুনছি: সুদীপ্ত সেন

বারাসত: সারদার ‘লাল ডায়েরি’ প্রসঙ্গে জবাব দেওয়ার পর এবার প্রাণহানীর আশঙ্কা প্রকাশ করলেন বাংলার সাধারণ মানুষের টাকা লুট করার নায়ক সুদীপ্ত সেন৷ বৃহস্পতিবার সারদা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সারদাকর্তার মন্তব্য, ‘‘আমি মৃত্যুর অপেক্ষায় আছি৷’’ কিন্তু, হঠাৎ কেন এই মন্তব্য সারদাকার্তার?

জানা গিয়েছে, সারদা মামলায় আজ বারাসত আদালতে তোলা হয় সুদীপ্তক৷ আদালতে ঢোকার আগে সারদাকর্তাকে ঘিরে ধরেন সাংসাদিকরা৷ একটি প্রশ্নের উত্তরে সারদা কর্তার বলেন,  ‘‘আমি মৃত্যুর অপেক্ষায় আছি৷ আমার সারদার সব সম্পত্তি শেষ হয়ে গিয়েছে৷ আমি আর বাঁচব না৷’’

সারদাকাণ্ড প্রকাশ্যের আসার পর ২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেপ্তার হন সংস্থার কর্তা সুদীপ্ত সেন। তার পর থেকেই জেলেবন্দি সারদাকর্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 8 =