ত্রাণ নিয়ে তাড়াহুড়ো করাটাই ভুল হয়েছিল, স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীর

ত্রাণ নিয়ে তাড়াহুড়ো করাটাই ভুল হয়েছিল, স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীর

কলকাতা: আমপান পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ নিয়ে রাজ্যে সরকারের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ বাড়ছে৷ এই পরিস্থিতিতে এদিন নবান্নের বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি বলেন, আমাদের একটাই ভুল হয়েছিল৷ আমরা দ্রুততার সঙ্গে কাজটা করতে চেয়েছিলাম৷ আর তাতেই কিছুটা ভুলভ্রান্তি হয়েছে৷ যার ফাদয়া লুটেছেন কিছু মানুষ৷ তবে বেশি নয়, মাত্র ০.৫ শতাংশ মানুষ সুযোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ 

তিনি আরও বলেন, আমি আগেই বলেছি যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারা বঞ্চিত হবেন না৷ কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল হয়ে গিয়েছে৷ এই বিষয়টিকে অনেকেই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছে৷ এই দুঃসময়েও কিছু মানুষ রাজনীতি করতে ব্যস্ত৷ বাম জমানায় কেউ তো ত্রাণই পেতেন না৷ আমরা দ্রুত মানুষের সমস্যার সামাধান করতে গিয়ে সমালোচিত হচ্ছি৷ এটা কখনই উচিত নয়৷ আমরা বলিনি আপনাদের বিচার পাওয়ার কোনও জায়গা নেই৷ আপনারা নিশ্চয় বিচার পাবেন৷ 

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৪০ হাজার আবেদনপত্র জমা পড়েছে প্রশাসনের কাছে৷ এর মধ্যে ২৬ হাজার নাম আগে থেকেই জেলাশাসকের তালিকায় অন্তর্ভুক্ত ছিল৷ কিন্তু কিছু মানুষের আগে থেকেই চিৎকার করার স্বভাব রয়েছে৷ না দেখেই তারা হয়নি বলে শোরগোল করেন৷ জামা পড়া আবেদনের মধ্যে ৬ হাজার নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি৷ এমনকী আগামী তিন দিনের মধ্যে ক্যাম্প করে এই টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ তবে ৬ হাজার আবেদনপত্র খারিজ করে দেওয়া হয়েছে৷ কারণ প্রশাসনের মনে হয়েছে এদের আবেদন ন্যায্য নয়৷ 

এদিকে, বিধানসভা ভোটের আগে এই ত্রাণ ইস্যুকেই কাজে লাগিয়ে ভিত শক্ত করার কৌশল নিয়েছে বামেরা৷ রাজ্যে গেরুয়া ঝড় রুখতে কংগ্রেসকে পাশে নিয়ে একেবারে ব্লক স্তর পর্যন্ত যৌথ কর্মসূচি নিয়ে যেতে চাইছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =