গ্রেফতারির ১০ বছর পূর্তিতে কুণালের পোস্ট ঘিরে জল্পনার পারদ

গ্রেফতারির ১০ বছর পূর্তিতে কুণালের পোস্ট ঘিরে জল্পনার পারদ

কলকাতা:  বেশ কয়েক বছর আগে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই গ্রেফতারির ১০ বছর পূর্ণ হল৷  এদিন সকালে এক্স হ্যান্ডলে একটি আবেগঘন পোস্ট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সেই পোস্ট নিয়ে শাসক শিবিরে শুরু হয়েছে জল্পনা৷ ওই পোস্টে নিজের লড়াইয়ের কথা তুলে ধরার পাশাপাশি দিয়েছেন আগামীর বার্তা৷ কুণাল জানিয়েছেন, তাঁকে ‘চক্রান্তমূলক ভাবে’ গ্রেফতার করা হয়েছিল। তাঁর কথায়, ‘‘রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।’’

কুণাল সাফ জানিয়েছেন, তিনি আর কোনও দিনই সাংসদ বা বিধায়ক হবেন না। দলের তরফে কোনও জনপ্রতিনিধিও হতে চান না৷ শুধু সাংগঠনিক কাজ করে যেতে চান৷ কুণালের বক্তব্য, ‘‘আমি তৃণমূল কংগ্রেস করছি এটা প্রমাণ করতে যে, মন থেকেই দলটা করে এসেছি। আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এমএলএ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে, সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তার পরে জীবন যে ভাবে বলবে, সেই ভাবে চলব। গ্রেফতারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না।’’  শোনা যাচ্ছিল, শুভেন্দু অধিকারীর ‘খাসতালুক’ বলে পরিচিতি তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে কুণালকে৷ কিন্তু গ্রেফতারির ১০ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় দলের জল্পনায় কার্যত জল ঢাললেন তিনি৷ 

রাজ্যসভায় তৃণমূল সাংসদ থাকাকালীল গ্রেফতার হন কুণাল৷ সেই সময় বিধাননগর কমিশনারেটের কমিশনার ছিলেন রাজীব কুমার। গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষ। সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিন পান কুণাল৷ এর পর ধীরে ধীরে ফের সক্রিয় রাজনীতিতে যোগ দেন৷ সেই সময় অনেকেই তাঁকে ‘কামব্যাক ঘোষ’ বলে অভিহিত করেছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *