কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের বিষয়টি সামনে এসেছে। ইতিমধ্যেই একাধিক জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। তদন্তও চলেছে পুরোদমে। কিন্তু মূলত র্যাগিং নিয়ে চিন্তা বাড়ছে সব মহলে। কারণ যাদবপুর ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজে এই নিয়ে অভিযোগ আসে। তাই র্যাগিং রুখতে ইসরোর বিজ্ঞানীদের সাহায্য চেয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর ডাকে সাড়া দিয়েই যাদবপুরে আসছেন ইসরোর প্রতিনিধি দল বলে খবর।
সম্প্রতি ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে ব়্যাগিং বন্ধ করার কোনও উপায় রয়েছে কিনা, তা নিয়েও আলোচনা করেন তিনি। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন ইসরোর প্রতিনিধিরা। তারা ঘুরে দেখবেন ক্যাম্পাস। যদিও তাঁদের আগামীকাল আসা নিয়ে কিঞ্চিৎ দোটানা রয়েছে। জানা গিয়েছে, ক্যাম্পাস পরিদর্শনের জন্য ৩১ ও ১ তারিখের কথা জানিয়েছিল ইসরো। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল ১ তারিখ তাদের সমস্যা আছে। যদিও এখনও পর্যন্ত প্রতিনিধি দল আসার দিন চূড়ান্ত হয়নি।