কলকাতা: গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ১৯ জনের। তাদের গ্রেফতার করে পুলিশ। এতদিন তাদের পুলিশি হেফাজতের নির্দেশ ছিল আদালতের তরফে। এবার সকলকে জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ।
আরও পড়ুন- ছেলে কোলে মঞ্চে গান গাইলেন শ্রেয়া, ‘মুহূর্ত’ ক্যামেরাবন্দি করলেন স্বামী!
যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন নাবালক ছিল তবে তাকে জুভেনাইল কোর্টে হাজির করানো হলে সেই দিনই তার জামিন হয়ে যায়। বাকি ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত ছিল। আজ এই মামলার শুনানিতে তাঁদের সকলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নওশাদদের হয়ে বুধবার জামিনের আর্জি জানিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু সেই আবেদন খারিজ হয়েছ যায়। গোটা ইস্যুতে পুলিশের দাবি ছিল, ব্যস্ত এলাকায় অফিসের সময়ে অবস্থান তুলে নিতে বলায় তা মানা হয়নি। পরে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এমনকি ইট-পাথর ছোড়া হয়, তাতে অনেক পুলিশ কর্মী আহতও হন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রীর পাশে কিছু দুর্বৃত্ত? Justice Abhijit Gangopadhyay’s comment sparks debate” width=”853″>
দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ শুরু করে আইএসএফ। তার কারণে ধর্মতলায় হইহই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে বচসা হলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।