শীত কি চলতি মাসেই বিদায় নেবে? ইঙ্গিত যা বলছে

শীত কি চলতি মাসেই বিদায় নেবে? ইঙ্গিত যা বলছে

কলকাতা: এবার কি শীত সত্যি বিদায় নিচ্ছে বাংলা থেকে? আবহাওয়া দফতরের ইঙ্গিত তেমনটাই বলছে। কারণ জানান হয়েছে, আগামী ৩-৪ দিনে তাপমাত্রা কমপক্ষে ২-৩ ডিগ্রি বাড়বে বঙ্গে। এদিকে বৃষ্টিরও তেমন কোনও আভাস দেওয়া হয়নি। তাই ধীরে ধীরে শীত যে চলে যাওয়ার উপক্রম করছে তা অনুমান করাই যায়। আরও একটা বিষয় হল, কুয়াশা। হাওয়া অফিস বলছে, বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে ঘন কুয়াশা দেখা যাবে সকালের দিকে। তাই তাপমাত্রা যে বাড়বে তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন- সিবিআই কর্তাদেরই সম্পত্তির হিসাব চান ক্ষুব্ধ বিচারপতি! মন্তব্য, সময় খারাপ আসছে

তথ্য বলছে, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। কিন্তু আগামী কয়েক দিন তা ১৭ ডিগ্রিতে গিয়েও পৌঁছতে পারে। অর্থাৎ চলতি মাসেই শীত বিদায়ের পথ প্রশস্ত হবে। জাঁকিয়ে শীত ফেরার আর সম্ভাবনা নেই বললেই চলে। তবে পাহাড়ের কয়েকটি জেলা যেমন দার্জিলিং, কোচবিহারে কিঞ্চিৎ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের কোনও জেলার আপাতত বৃষ্টি হওয়ার কোনও অবকাশ নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, একমাত্র ভোরের দিকে এবং রাত বাড়ার সময় খানিক ঠান্ডা অনুভূত হতে পারে। তবে তা খুব বেশি দিন স্থায়ী হবে না।