শীত কি বিদায় নিচ্ছে? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: উত্তুরে হাওয়ার সক্রিয়তা কমতেই শুক্রবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে৷ সর্বোচ্চ তাপমাত্রার বৃদ্ধি বেশি হওয়ার কারণে বেলা বাড়ার পর শীতের অনুভূতি বিশেষ ছিল না৷ সকাল ও বিকেলের পর শীতের আমেজ অবশ্য ছিল৷ চলতি সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কয়েকদিন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে এসেছিল৷ চড়া রোদের কারণে ও উত্তুরে হাওয়া না থাকায়

শীত কি বিদায় নিচ্ছে? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: উত্তুরে হাওয়ার সক্রিয়তা কমতেই শুক্রবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে৷ সর্বোচ্চ তাপমাত্রার বৃদ্ধি বেশি হওয়ার কারণে বেলা বাড়ার পর শীতের অনুভূতি বিশেষ ছিল না৷ সকাল ও বিকেলের পর শীতের আমেজ অবশ্য ছিল৷

চলতি সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কয়েকদিন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে এসেছিল৷ চড়া রোদের কারণে ও উত্তুরে হাওয়া না থাকায় তা এদিন বেড়ে ২৮ ডিগ্রির আশপাশে চলে আসে৷ এটা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় প্রায় এক ডিগ্রি বেড়ে ১৩.৫ ডিগ্রি হলেও এটা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল৷

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অল্প মাত্রায় বাড়তে পারে৷ তবে ৬ ফেব্রুয়ারি নাগাদ তাপমাত্রার বৃদ্ধি বেশি হতে শুরু করবে৷ এর কারণ আগামী ৪ ফেব্রুয়ারি থেকে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে৷ সেটির প্রভাবে কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত ও বৃষ্টি হবে৷ উত্তর ভারতের সমতল এলাকায় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + five =