কলকাতা: জাঁকিয়ে ঠান্ডা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফিরে না এলেও তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা দুর্বল হতেই উত্তুরে হাওয়া খানিকটা সক্রিয় হয়েছে। তাতে তাপমাত্রা কমেছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার কিছুটা কমেছে।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। এদিন তা ১৪ ডিগ্রির নীচে (১৩.৭ ডিগ্রি) চলে আসে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন ফের ১০ ডিগ্রির নীচে এসেছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকবে। তবে এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে কাশ্মীরে। সেটির প্রভাবে কাশ্মীরে ফের তুষারপাতের সঙ্গে উত্তর ভারতের কিছু অংশে বৃষ্টিও হতে পারে। তাই আগের মতো জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই।