সিবিআই কি মমতাকে ভয় পাচ্ছে? প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে দিলেন চিঠি

সিবিআই কি মমতাকে ভয় পাচ্ছে? প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে দিলেন চিঠি

কলকাতা: সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে মাঝে মাঝেই গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের নিশানা করে তৃণমূল কংগ্রেস শিবিরও। কিন্তু এবার একদম উলটো ঘটনা। সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন খোদ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন। শুভেন্দুর প্রশ্ন, সিবিআই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও কারণে ভয় পাচ্ছে? সারদা মামলা নিয়ে এই চিঠি দিয়েছেন রাজ্যের বিধায়ক।

আরও পড়ুন- শার্টের উপর স্পষ্ট স্তনবৃন্ত, সুজয়প্রসাদকে ব্রা কিনে দেওয়ার প্রস্তাব শ্রীলেখার! কী জবাব দিলেন?

ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা বিরোধীদের অপদস্থ করছে, এমন অভিযোগ তুলেই সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ঠিক অন্য কারণে সেই সিবিআইকে নিয়েই চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। এই চিঠিতে সারদা ইস্যু তুলে বিধায়কের ‘নালিশ’, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদের জন্য হয়তো সিবিআই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় না। সিবিআই কি তাহলে তাঁকে ভয় পায়, এই প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, সারদা মামলার দশ বছর পরও তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত শুরু করছে না সিবিআই, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সারদা মামলায় সবচেয়ে বেশি লাভ হয়েছে। 

শুভেন্দু অধিকারী যে চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন তা তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। চিঠিতে তিনি একে একে জানিয়েছেন, সারদা মামলায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে সিবিআই কী বলেছিল। একই সঙ্গে ১০ বছর পর এই মামলা কোথায় দাঁড়িয়ে আছে তাও জানান বিজেপি বিধায়ক। এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি এবং তার বিক্রি প্রসঙ্গও তুলেছেন শুভেন্দু, পাশাপাশি তাঁর দাবি, সারদার সঙ্গে মমতার সম্পর্ক তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার বহু আগে থেকে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =