Aajbikel

স্কুল পড়ুয়াদের দেওয়া হবে আয়রন-ভিটামিন ট্যাবলেট, বড় উদ্যোগ রাজ্যের

 | 
ট্যাবলেট

কলকাতা:  আমাদের দেশে শিশু, কিশোর-কিশোরী থেকে মহিলা এবং গর্ভবতী মায়েদের মধ্যে রক্তাল্পতা একটা সাধারণ সমস্যা৷ রক্তাল্পতার ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে৷ এই সমস্যা মেটাতে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মহিলাদের আয়রন ও ফলিক অ্যাসিড সিরাপ বা ট্যাবলেট দেওয়া হয় সরকারের তরফে ভাবে। কিন্তু, এত দিন প্রাথমিকের পড়ুয়াদের জন্য এই বিষয়ে চিন্তাভাবনা করা হয়নি৷ সেই ঘাটতি মেটাতেই এবার পড়ুয়াদের আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়ার উদ্যোগ নেওয়া হল। শুধু প্রাইমারি নয়, সেকেন্ডারির পড়ুয়াদেরও আয়রন ট্যাবলেট দেওয়া হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে। রাজ্যজুড়েই শুরু হয়েছে প্রস্তুতি৷ 
 

কারা কারা পাবে আয়রন ট্যাবলেট?
 

জানা গিয়েছে, রাজ্যের সবকটি জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের আয়রন ও ভিটামিন ট্যাবলেট খাওয়ানো হবে৷ পাশাপাশি স্কুলছুট পড়ুয়া ও গর্ভবতী মহিলাদেরও জন্যেও আয়রন ট্যাবলেট ও ফলিক অ্যাসিড সিরাপের ব্যবস্থা করা হচ্ছে।

সরকারি বিজ্ঞপ্তি বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে  প্রাইমারির বাচ্চাদের গোলাপি রঙের আইএফএ ট্যাবলেট, আপার প্রাইমারিতে নীর রঙের আইএফএ ট্যাবলেট, সেকেন্ডারির পড়ুয়া ও স্কুলছুটদের আলবেন্ডাজোল ট্যাবলেট ও ভিটামিন এ-অয়েল সাবস্ট্যান্স দেওয়া হবে। হাইস্কুলগুলির পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলিতেও ট্যাবলেট পাঠানো শুরু হয়েছে বলে সূত্রের খবর৷


 

Around The Web

Trending News

You May like