মনোজ বর্মার নামেই সিলমোহর মমতার, মঙ্গলেই দায়িত্ব নেবেন কলকাতার নতুন CP

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে মঙ্গলবার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিনীত গোয়েলকে৷ তার বদলে নতুন সিপি হলেন, ১৯৯৮…

manoj barma

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে মঙ্গলবার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিনীত গোয়েলকে৷ তার বদলে নতুন সিপি হলেন, ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা। এর আগে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত ছিলেন মনোজ। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসাবেও দায়িত্ব সামলেছেন। অভিজ্ঞতা রয়েছে কলকাতা পুলিশে তিনি ডিসি ডিডি (স্পেশাল), ডিসি (ট্র্যাফিক) পদে কাজ করার৷  ২০১৯ সালে ব্যারাকপুর শিল্পাঞ্চল যখন তপ্ত, সেই সময় এই মনোজ ভার্মার হাতেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষতার সঙ্গে তিনি সেই দায়িত্ব পালনও করেছিলেন৷ সেই সময় দার্জিলিঙের আইজি পদে ছিলেন মনোজ৷ সেখান থেকে নিয়ে আসে হয়েছিল ব্যারাকপুরে৷

মঙ্গলবার বিকেলে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে মনোজ বর্মার নাম ঘোষণা করা হয়৷ আলোচনায় বেশ কয়েক জন আইপিএস অফিসারের নাম উঠে এলেও, শেষ পর্যন্ত মনোজের নামেই সিলমোহর দেয় নবান্ন। শুধু কমিশনারই নন, কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদেও বদল আনা হয়েছে। অন্যদিকে কলকাতার সদ্যপ্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি (এসটিএফ) পদে।