ফের রদবদল আইপিএস স্তরে, বিবৃতি নবান্নের

ফের রদবদল আইপিএস স্তরে, বিবৃতি নবান্নের

কলকাতা: ফের প্রশাসনিক স্তরে বদল ঘটল রাজ্যে সরকারে। আইপিএস স্তরে বেশকিছু রদবদল করা হয়েছে। এডিজি সিআইডি পদের দায়িত্বে থাকা অনুজ শর্মাকে রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি করা হয়েছে। এদিকে, অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা জ্ঞানবন্ত সিংকে এডিজি সিআইডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আবার, অজয় মুকুন্দ রানাডেকে ডব্লিউবিএসইডিসিএলের নিরাপত্তা ও নজরদারি বিভাগের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডঃ দেবাশীষ রায়কে এডিজি আইজিপি প্রশিক্ষণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দফায় সাতজন আইপিএস আধিকারিককে রদবদল করা হয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তৃতীয় বারের জন্য রাজ্যে সরকার গঠন করার পরেই নিজের ‘টিম’ পুনরায় গুছিয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরেন্দ্রকে ডিজি পদে ফিরিয়ে আনা হয়। কমিশনের নির্দেশে এই পদে থাকা নীরজনয়ন পান্ডেকে ডিজি ফায়ার করা হয়। পাশাপাশি জাভেদ শামীমকে আবার এডিজি আইন শৃঙ্খলা পদে ফিরিয়ে আনা হয়। তার জায়গায় থাকা জগমোহনকে এডিজি সিভিল ডিফেন্স করা হয়েছে। পুরুলিয়ার জেলাশাসককেও বদলি করা হয়েছে। সেখানকার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কে কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হয়েছে। তার জায়গায় নতুন জেলাশাসক হয়েছেন রাহুল মজুমদার। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর যে বদলগুলি করা হয়েছিল, সেগুলিই মূলত আগের মতো করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =