তদন্তের নামে জুলুম, সিবিআইয়ের বিরুদ্ধে থানার দ্বারস্থ গ্রামের মহিলারা

তদন্তের নামে জুলুম, সিবিআইয়ের বিরুদ্ধে থানার দ্বারস্থ গ্রামের মহিলারা

 

নদীয়া: তদন্তের নামে গ্রামের একাধিক মানুষের ওপর হেনস্থা করছে সিবিআই৷ এই অভিযোগ তুলে সিবিআইয়ের বিরুদ্ধে থানার শরণাপন্ন গ্রামের শতাধিক মহিলা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রমোদ পল্লী এলাকার।

ঘটনা সুত্রে জানা যায়, ওই এলাকার প্রদীপ সরকারের বিরুদ্ধে খুন এবং মৃত্যু হুমকির একাধিক অভিযোগ জমা হয়েছিল শান্তিপুর থানায়। গত বছরের জুলাই মাসে রানাঘাট ব্লকের রামনগর পঞ্চায়েতের দোয়ারপাড় এলাকায় বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় প্রদীপের। মৃত প্রদীপ সরকারের স্ত্রী গ্রামের ছ’জনের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভোট-পরবর্তী হিংসা হিসেবে অন্তর্ভুক্ত হয়ে তার বিচার ব্যবস্থা তুলে নেয় সিবিআই। সেই থেকে এলাকার ছেলেরা ঘর ছাড়া। সম্প্রতি একটি তদন্তকারী দল এসে ওই গ্রামে প্রায় সকলের বাড়িতে তল্লাশির নামে তছনছ চালায় এমনটাই অভিযোগ গ্রামবাসীর।

তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য চন্দ্রিমা মণ্ডলও সিবিআইয়ের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন৷ তাঁর দাবি, ‘‘পরিকল্পিতভাবে এই অত্যাচার চালানো হচ্ছে৷ আমার দেওরকেও মাারধর করেছে ওরা৷ নিরীহ মানুষের ওপর অত্যাচার করে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে৷ এর একটা বিহিত হওয়া দরকার৷’’

গ্রামবাসীদের অভিযোগ, সম্প্রতি সিবিআইয়ের একটি তদন্তকারী গ্রামে এসে প্রায় সকলের বাড়িতে তল্লাশির নামে তছনছ চালাচ্ছে৷ শুক্রবার রাতে এই গ্রামেরই শাড়ির ব্যবসায়ী বছর পঁচিশের প্রসূন দাসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সিবিআইয়ের সদস্যরা৷ প্রসূনের মায়ের দাবি, ‘‘আমার ছেলে কোনও সাতে পাঁচে থাকে না৷ তবু জিজ্ঞাসাবাদের নামে ওকে ডেকে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করেছে সিবিআইয়ের লোকেরা৷ আমার ছেলের মাথায় আঘাত লেগেছে৷ রাণাঘাট হাসপাতালে ভর্তি রয়েছে৷ তাই এই অত্যাচার বন্ধের জন্য পুলিশের কাছে এসেছি৷’’  পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে৷ যদিও এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কোনও কর্তার প্রতিক্রিয়া জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + twenty =