নয়াদিল্লি: মাসে মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করেই মিলবে ৩৬ হাজার টাকা পেনশন৷ দারুণ সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্প৷ এই প্রকল্পে মাসে ন্যূনতন ৩ হাজার টাকা পেনশন পাবেন উপভোক্তা৷ বছরে ৩৬ হাজার টাকা৷ দম্পতির ক্ষেত্রে তা হবে ৭২ হাজার টাকা৷ কোনও উপভোক্তা অ্যানুইটি পাওয়ার মাঝেই মারা যান, তাহলে তাঁর স্বামী/স্ত্রী ফ্যামিলি পেনশনের ৫০ শতাংশ পাবেন। শুধুমাত্র স্বামী/স্ত্রী-ই ফ্যামিলি পেনশন পাবেন। অন্য কোনও সদস্য নন৷
আরও পড়ুন- পতাকা না কিনলে রেশন মিলছে না! কেন্দ্রকে তোপ ‘বিদ্রোহী’ বিজেপি নেতার
কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পের উপভোক্তা হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর৷ ৪০ বছরের মধ্যে এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করতে হবে৷ নির্দিষ্ট পেশার সঙ্গে জড়িত মানুষই প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পের সুবিধা পাবেন। যেমন-বাড়িতে কর্মরত মানুষ, রাস্তার দু’পাশের বিক্রেতা, মিডে ডে মিল কর্মী, পরিচারক/পরিচারিকা, ইটভাটার কর্মী, বিড়ি শ্রমিক, কৃষিক্ষেত্রের শ্রমিক, ভূমিহীন শ্রমিক, তাঁতশিল্পী, চামড়ার কাজ করা শ্রমিক, রিকশাচালক-সহ অন্যান্যরা এই কেন্দ্রীয় প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে যাঁরা ইতিমধ্যেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও), এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা নয়া পেনশন স্কিমের আওতাভুক্ত, তাঁরা প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পের সুবিধা পাবেন না৷ তাছাড়া প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পে বিনিয়োগের জন্য মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হতে হবে।
এই প্রকল্পে কত টাকা বিনিয়োগ করতে হয়?
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পে মাসে ন্যূনতম ৫৫ টাকা বিনিয়োগ করতে হয়। সমপরিমাণ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তখন মাসে ২০০ টাকা দিতে হবে। সমপরিমাণ টাকা দেবে কেন্দ্রীয় সরকারও।
কীভাবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পে নাম নথিভুক্তিকরণ করতে হয়?
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পে নথিভুক্তিকরণের জন্য উপভোক্তার কাছে আধার কার্ড, মোবাইল ফোন, যে কোনও ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। এই সকল নথি নিয়ে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-এ গিয়ে প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পে নথিভুক্ত হওয়া সম্ভব৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>