মেয়েকে লাগাতার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা, চূড়ান্ত পরিণতি সৎবাবার

হাওড়া: স্ত্রীর অনুপস্থিতিতে ভয় দেখিয়ে নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। লাগাতার ধর্ষণের জেরে নাবালিকা মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরেই ঘটনার কথা জানতে পারেন মা তনুজা বেগম। এরপরেই তিনি শ্যামপুর থানায় দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিস রবিবার রাতে শ্যামপুরের মাতাপাড়া থেকে হামিদ আলি

মেয়েকে লাগাতার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা, চূড়ান্ত পরিণতি সৎবাবার

হাওড়া: স্ত্রীর অনুপস্থিতিতে ভয় দেখিয়ে নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। লাগাতার ধর্ষণের জেরে নাবালিকা মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরেই ঘটনার কথা জানতে পারেন মা তনুজা বেগম। এরপরেই তিনি শ্যামপুর থানায় দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিস রবিবার রাতে শ্যামপুরের মাতাপাড়া থেকে হামিদ আলি খাঁ (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে। ধৃতকে সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে শ্যামপুরের মাতাপাড়ার বাসিন্দা ওই মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি হামিদ আলি খাঁকে বিয়ে করেন। ওই গৃহবধূ বলেন, তাঁর আগের পক্ষের ৩টি ছেলে ও ৩টি মেয়ে থাকলেও এই পক্ষের কোনও ছেলেমেয়ে নেই। কাজের সুবাদে দুই ছেলে বাইরে থাকে। আর দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাই বাড়িতে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়া বছর তেরোর ছোট মেয়ে ও ছোট ছেলে আমাদের সঙ্গে থাকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 3 =