সঙ্কট মোচনে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ‘মধ্যস্থতা’র ইঙ্গিত দিলেন রাজ্যপাল

সঙ্কট মোচনে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ‘মধ্যস্থতা’র ইঙ্গিত দিলেন রাজ্যপাল

কলকাতা: রাজ্য-রাজভবন সংঘাতের আবহে এবার মৈত্রীর বার্তা পাঠালেন রাজ্যপাল জাগদীপ ধনকার৷ রাজভবনে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যকে কেন্দ্রের সঙ্গে কাজ করতে হবে বলেও মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন তিনি৷

রাজ্যভবনে সাংবাদিক বৈঠকে করে রাজ্যপাল জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্য সরকার তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে৷ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেযৌথ ভাবে কাজ করতে হবে বলেও দিয়েছেন বার্তা৷

সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানিয়েছেন, করো, ঘূর্ণীঝড় পরবর্তী পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য৷ এখন সংকটের মধ্য রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই৷ রাজ্যবাসীর জন্য ভাবনা আমার সাংবিধানিক কর্তব্য৷ করোনা ও ঘূর্ণিঝড় পরিস্থিতি কঠিন সময় ডেকে এনেছে৷ এখন আমাদের সম্প্রীতি রক্ষা করে চলতে হবে বলেও বার্তা দিয়েছেন রাজ্যপাল৷

রাজ্যের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই বলেও মন্তব্য করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ এই পরিস্থিতিতে সবাইকে রাজ্যের তহবিলে সাহায্য করুন বলেও আর্জি জানিয়েছেন তিনি৷ এই সংকটে রাজ্য-কেন্দ্র এক হয়ে কাজ করতে হবে বলে ফের মধ্যস্থতার বার্তা দিয়েছেন তিনি৷ রাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =