‘সন্দেশখালিতে শান্তি না ফেরালে ১৪৪ ধারা ভাঙব’, রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলেন শুভেন্দু

‘সন্দেশখালিতে শান্তি না ফেরালে ১৪৪ ধারা ভাঙব’, রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলেন শুভেন্দু

intervention

কলকাতা: সন্দেশখালিতে ইডি-র উপর আক্রমণের দিন থেকেই নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখ। তাঁর শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা-সহ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে লাঠি হাতে পথে নেমেছেন সন্দেশখালির মেয়ে-বউরা। দফায় দফায় আন্দোলন বিক্ষোভ চলছে৷  দাউ দাউ করে জ্বলছে পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে পুলিশে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে বিশাল বাহিনী পুলিশে ছয়লাপ গোটা এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট সংযোগ। উত্তপ্ত সন্দেশখালি ইস্যুকে সামনে রেখেই এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মরিয়া পদ্ম শিবির। শনিবার দুপুরে মিছিল করে রাজভবনে যান বিজেপি বিধায়কেরা। যার অগ্রভাগে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁদের দাবি, এবার সন্দেশখালি ইস্যুতে হস্তক্ষেপ করুন রাজ্যপাল। এমনকী আল্টিমেটামও দিয়ে দিলেন তাঁরা।

এদিন  শুভেন্দু বলেন, “জনগণের মানবাধিকারকে, জনগণের রোষকে পদদলিত করতে দেবে না বিজেপি৷ পথে নামবে আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা৷ ভারতীয় জনতা পার্টির বিধায়করা সোমবার বিধানসভায় জড়ো হয়ে ১৪৪ ভাঙার জন্য সন্দেশখালি রওনা দেবেন।” এর পরেই তাঁর হুঁশিয়ারি, “আমরা রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলাম। কালকের মধ্যে সন্দেশখালিতে শান্তি না ফিরলে সোমবার ১৪৪ ভাঙব। কত ক্ষমতা আছে আমরাও দেখি৷ আমাদের গ্রেফতার করুন।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 10 =