কলকাতা: বর্ষবরণের রাতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বারাসত পুলিশ জেলার বেশ কিছু অংশে ফের বন্ধ হল ইন্টারনেট পরিষেবা৷ নতুন বছরের প্রথম দিন থেকেই দত্তপুকুর থেকে বামনগাছি, জেলা সদর বারাসতের কিছুটা অংশ ও বসিরহাট মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে রাজ্য প্রশাসন৷ মধ্যমগ্রামের কিছুটা অংশেও পরিষেবা মিলছে না বলে খবর৷ ২০১২ থেকে ২০২০ পর্যন্ত বাংলায় এই নিয়ে ১০ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল৷
কিন্তু, হঠাৎ কী এমন হল? যাতে ইন্টারনেট পরিষেবা লাটে তুলতে বাধ্য হল প্রশাসন? জানা গিয়েছে, বর্ষবরণের আগে মেলার মাঠে মহিলাকে কটূক্তি করকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে৷ গোষ্ঠী সংঘর্ষে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা৷ র্যাফ থেকে শুরু করে কমব্যাট ফোর্স নামতে হয়৷ অশান্তির জেরে অবরুদ্ধ হয় যশোহর রোড৷ বন্ধ করে দেওয়া হয় বনগাঁ শাখায় ট্রেন চলাচল৷
স্থানীয় সূত্রে খবর, দত্তপুকুরে মেলার মাঠে এক মহিলাকে কটূক্তি করে স্থানীয় দুই যুবক৷ পরে ওই মহিলা ক্লাবে খবর দেন৷ ক্লাবের সদস্যরা ওই দু’যুবককে মারধর করে৷ এই ঘটনাছড়িয়ে পড়তেই যুবকের পরিবার ও গ্রামের বাসিন্দারা ক্লাবের উপর হামলা করে৷ চলে ভাঙচুর৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ পরে র্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়৷ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন৷ গ্রামের সংঘর্ষ চলে আসে রেল ও সড় যোগাযোগের উপর৷ শুরু হয় ট্রেন অবরোধ৷ থমকে যায় শিয়ালদহ থেকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল৷ অবরোধ করা হয় যশোহর রোডে৷ এখনও পরিস্থিতি থমথমে রয়েছে৷