সুন্দরবনের মুকুটে এবার আন্তর্জাতিক স্বীকৃতি

কলকাতা: বিশ্ব জলাভূমি দিবসে সুখবর এল রাজ্যে৷ বিশ্বের রামসর সাইট হিসেবে নির্বাচিত হল সুন্দরবন৷ সুন্দরবনকে আন্তর্জাতিক রামসর এলাকা হিসেবে চিহ্নিত করায় স্বভাবতই খুশি রাজ্য৷ এর ফলে সুন্দরবনের আন্তর্জাতিক গুরুত্ব আরও বৃদ্ধি পাবে৷ সুন্দরবনের প্রায় ৪.২৩ লক্ষ হেক্টর এলাকাকে রামসর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ এতদিন দেশের বৃহত্তম রামসর এলাকা হিসেবে চিহ্নিত ছিল কেরলের ভেমবানাদ-কোল জলাভূমি

সুন্দরবনের মুকুটে এবার আন্তর্জাতিক স্বীকৃতি

কলকাতা: বিশ্ব জলাভূমি দিবসে সুখবর এল রাজ্যে৷ বিশ্বের রামসর সাইট হিসেবে নির্বাচিত হল সুন্দরবন৷ সুন্দরবনকে আন্তর্জাতিক রামসর এলাকা হিসেবে চিহ্নিত করায় স্বভাবতই খুশি রাজ্য৷ এর ফলে সুন্দরবনের আন্তর্জাতিক গুরুত্ব আরও বৃদ্ধি পাবে৷

সুন্দরবনের প্রায় ৪.২৩ লক্ষ হেক্টর এলাকাকে রামসর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ এতদিন দেশের বৃহত্তম রামসর এলাকা হিসেবে চিহ্নিত ছিল কেরলের ভেমবানাদ-কোল জলাভূমি ১.৫১ লক্ষ হেক্টর৷ দ্বিতীয় স্থানে ছিল ওড়িশার চিল্কা জলাভূমি ১.১৬ লক্ষ হেক্টর৷ কিন্তু এবার দেশের বৃহত্তম রামসর এলাকা হল সুন্দরবন৷ বাংলাদেশের অংশে পড়া সুন্দরবন অনেক আগেই রামসর তালিকাভুক্ত হয়েছিল৷ তাই ভারতের সুন্দরবনকেও সেই তালিকায় আনা হোক এই মর্মে রাজ্য-কেন্দ্রর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল৷ অবশেষে সব বিচার-বিশ্লেষণ করে সুন্দরবনকে আন্তর্জাতিক রামসর এলাকা হিসেবে ঘোষণা করা হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 7 =