কলকাতা: মাংসভাত খাওয়ার টাকা চেয়ে না পাওয়ায় মেরে চোখ ফাটিয়ে দেওয়া হল তৃণমূলকর্মীর। শ্যামপুকুর থানা এলাকার ঘটনা। অভিযোগের তির দলের বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে। আক্রান্তের নাম জয় দাস। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে খবর। অভিযোগ এলাকার এক রক্তদান শিবিরে মাংসভাত খাওয়ানোর জন্য তার কাছ থেকে দশ হাজার টাকা দাবি করে শ্যামপুকুর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি খোকন দাসের অনুগামীরা।
অভিযোগ টাকা দিতে অশ্বীকার করায় বেদম মারধর করা হয় জয় দাসকে। তাঁর চোখে গুরুতর আঘাত লাগে। চোখে পাঁচটি সেলাই পড়ে। শ্যামপুকুর থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। যদিও শ্যামপুকুরের প্রাক্তন তৃণমূল সভাপতি খোন দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, সে এবিষয়ে কিছুই জানে না, পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখুক।
আক্রান্ত জয় দাস জানান এলাকার তৃণমূলকর্মী তথা প্রাক্তন যুব তৃণমূল সভাপতি খোকন দাসের অনুগামী কৃষ্ণেন্দু রায়চৌধুরি দলবল নিয়ে এসে জয়ের ওপর চড়াও হন। তার কাছ থেকে রক্তদান শিবিরে মাংসভাত খাওয়ানোর খরচ হিসেবে দশ হাজার টাকা চাওয়া হয়। আর্থিক পরিস্থিতি খারাপ তাই ওই টাকা তিনি দিতে পারবেন না বলে জানান জয়।
তবুও তাকে জোর করা হয় বলে তাঁর অভিযোগ। তিনি তখনও না করলে তাঁকে মারা হয় বলে অভিযোগ। ঘটনায় প্রবল অস্বস্তিতে এলাকার তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার দাবি যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের রেয়াত করবে না দল। দলের মধ্যে এমন আচরণকে কখনই প্রশ্রয় দেওয়া হবে না।
বিভিন্ন সময়ে দলের নামে তোলার টাকা নিয়ে হুমকির অভিযোগ ওঠে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। কিন্তু টাকা আদায়ের জন্য খোদ কলকাতা শহরেই দলের কর্মীকে এমন মারধরের ঘটনায় দলের ভাবমূর্তি কিছুটা হলেও খর্ব হচ্ছে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।