নিজামুদ্দিন ফেরতদের নমুনা পরীক্ষার তথ্য চেয়ে চিঠি কেন্দ্রীয় দলের: ANI

নিজামুদ্দিন ফেরতদের নমুনা পরীক্ষার তথ্য চেয়ে চিঠি কেন্দ্রীয় দলের: ANI

নয়াদিল্লি: ফের জারি রাজ্য-কেন্দ্র সংঘাত৷ ফের বাংলার করোনা পরিস্থিতির মধ্যেও আমলাস্তরে অব্যাহত পত্রযুদ্ধ৷ সংঘাত আরও বাড়িয়ে এবার নিজামুদ্দিন ফেরতদের নমুনা পরীক্ষার তথ্য-সহ একগুচ্ছ বিষয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রধান অপূর্ব চন্দ্র রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷

সংবাদ সংস্থা এনএনআই সূত্রে খবর, নিজামুদ্দিন ফেরতদের নমুনা পরীক্ষার তথ্য চেয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রধান অপূর্ব চন্দ্র মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন৷ চিঠির শেষ অংশে দিল্লির নিজামুদ্দিন ফেরতদের নমুনা পরীক্ষা, চিহ্নিতকরণের-সহ গুচ্ছ বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে৷ হাওড়া ও ডুমুরজলা এলাকায় পরিদর্শনের পর বেশ কিছু বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছে৷ মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষণের প্রতিনিধি দল, ডুমুরজলা স্টেডিয়ামে কোয়ারেন্টিন কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, রোগীদের ৭দিন থাকার পর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷ আরও ২-৩ দিন পর রিপোর্ট আসছে৷ করোনা সন্দেহে ভর্তি রোগীদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে মোবাইল৷ কীভাবে খবর পাবে পরিবার? এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ সঞ্জীবন হাসপাতাল ও সালকিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় দল৷ 

মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় দল জানিয়েছে, ৪টি চিঠি দেওয়া হলেও উত্তর দেয়নি রাজ্য সরকার৷ মাত্র আধ ঘণ্টার নোটিশে পরিদর্শনে যেতে হয়েছে৷ চিঠিতে এমনই উল্লেখ করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র। তাতে আরও লেখা হয়েছে, মুখ্যসচিব বলেছেন, কেন্দ্রীয় দল যেখানে খুশি যেতে পারে৷ কেন্দ্রীয় দলকে সঙ্গে গিয়ে সময় নষ্ট করবেন না রাজ্যের সিনিয়র অফিসাররা৷ কেন সিনিয়র অফিসার দেওয়া হচ্ছে না? মুখ্যসচিবের অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা লংঘন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে৷ পুলিশের উপস্থিতিতে কেন্দ্রীয় দলের নিরাপত্তার দায়িত্ব রাজ্যকেই নিতে হবে৷ বলেও উষ্ণা প্রকাশ করা হয়েছে৷