Aajbikel

যাদবপুরে ধুন্ধুমার, ধস্তাধস্তি, এসএফআই-এর মিছিল ঘিরে তীব্র উত্তেজনা

 | 
যাদবপুর

কলকাতা:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে ধুন্ধুমার৷ পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি৷ ছাত্র মৃত্যুর প্রতিবাদে এসএফআই-এর মিছিল ঘিরে তীব্র উত্তেজনা৷ এসএফআই-এর বক্তব্য, তৃণমূলের পুলিশ অম্বিকেশ মহাপাত্রকে কার্টুন ফরওয়ার্ড করার জন্য জেলে নিয়ে যেতে পারে, অথচ থানার পাশে হোস্টেলে দিনের পর দিন ব়্যাগিং চলেছে, জুনিয়রদের উপর নির্মম অত্যাচার চলেছে, সেই ঘুঘুর বাসা ভাঙতে পারেনি৷ তাদের দাবি, এতে মদত ছিল শাসক দলের৷ 


এদিকে, এসএফআই-এর মিছিল আটকাতে ব্যারিকেড করে দেয় পুলিশ৷ সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল৷ এর পরেই যাদবপুর মেন রোডের উপর অবস্থান বিক্ষোভে বসে পড়েন এসএফআই-এর সদস্যরা৷ 


এদিকে, মৃত পড়ুয়ার বাবা বলেন, ‘‘এই ঘটনায় পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজের প্রতিবাদ-আন্দোলন স্বাভাবিক৷ তাঁদের আন্দোলনকে স্বাগত জানাই৷ কিন্তু, প্রতিবাদের নামে অশান্তি গন্ডোগোল করবেন না৷ আমি চাই না ছাত্রদের পড়াশোনায় ক্ষতি হোক৷ ’’

বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে যেমন কয়েক জন বর্তমান পড়ুয়া রয়েছে, তেমনই রয়েছেন বেশ কিছু প্রাক্তনী। 

Around The Web

Trending News

You May like