জয় গোস্বামী ও মুখ্যমন্ত্রীর নামে ‘অপমানজনক’ পোস্ট, থানায় অভিযোগ কবি-কন্যার

জয় গোস্বামী ও মুখ্যমন্ত্রীর নামে ‘অপমানজনক’ পোস্ট, থানায় অভিযোগ কবি-কন্যার

কলকাতা:  কবি ও মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক পোস্ট৷ থানায় অভিযোগ দায়ের কবি জয় গোস্বামীর কন্যা দেবশ্রী গোস্বামীর। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন তিনি৷ তাঁর অভিযোগ, ফেসবুকে বিতর্কিত পোস্টে অসম্মানিত হয়েছেন কবি৷

আরও পড়ুন- রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা

দেবশ্রী গোম্বামীর বক্তব্য, একাধিক ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী এবং তাঁর বাবা কবি জয় গোস্বামী সম্পর্কে অপমাজনক তথ্য দেওয়া হচ্ছে৷ এই সকল পোস্ট অসম্মানজনক৷ এই পোস্টগুলে তুলে দেওয়ার জন্যেও আবেদন জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, এই অসম্মান আর নিতে পারছেন না৷ ২ ব্যক্তির নাম করে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেছেন দেবশ্রী৷ 

প্রসঙ্গত, কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি হয়েছিলেন কবি৷ সেরে ওঠার পর শারীরিক সমস্যার কারণে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ সেই চিকিৎসার ভার বহন করেছিল রাজ্য সরকার৷ এর পরেই ফেসবুক পোস্টে লেখা হল, ‘নজরুল অ্যাকাডেমির সভাপতি হিসাবে মাসে লক্ষ টাকা রোজগার৷ এর পরেও জয় গোস্বামীর চিকিৎসার জন্য সরকারের অর্থ সাহায্য কেন?’’ পাশাপাশি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘‘জয় গোস্বামীর আনুগত্য কিনতে চাইছেন মুখ্যমন্ত্রী?’’ 

আরও পড়ুন- পরকীয়ার অভিযোগে যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

এর পরেই জয় গোস্বামী বলেন, শুধু তাঁর সম্পর্কে নয়, মুখ্যমন্ত্রীর সম্পর্কেও অপমানজনক মন্তব্য করা হয়েছে৷ পাশাপাশি ভুল তথ্য দেওয়া হয়েছে৷ কারণ তিনি যে পদে রয়েছেন সেটা অবৈতনিক৷ এই ঘটনায় তিনি অসহায় বোধ করছেন৷ যথাযথ তদন্তের দাবি করেছেন কবি-কন্যা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *