কলকাতা: যেসব দপ্তর তাদের বরাদ্দ টাকা খরচ করতে পারেনি, তাদের ৩১ জানুয়ারির মধ্যে টাকা ফিরিয়ে দিতে বলা হল৷ এর জন্য অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি সব দপ্তরের প্রধান সচিবকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, যেসব অ্যাকাউন্টে এখনও টাকা পড়ে রয়েছে, খরচ করা যায়নি, সেই টাকা অর্থ দপ্তরে ফিরিয়ে দিতে হবে৷
গত বছরই এভাবে সব দপ্তরের পড়ে থাকা টাকা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে তিনি সেই সিদ্ধান্তের কথা জানান। এরপরে মুখ্যসচিব সব দপ্তরের প্রধান সচিবের সঙ্গে বৈঠকে সেকথা জানিয়ে দেন। সেই সঙ্গে বলা হয়, লোকাল ফান্ড বা পিএল অ্যাকাউন্টে টাকা ফেলে রাখা যাবে না। সেই মতো যারা টাকা খরচ করতে পারেনি, তাদের কাছ থেকে টাকা ফিরিয়ে নিয়ে যেসব দপ্তর খরচ করতে পেরেছে, সেখানে দেওয়া হবে।