শিক্ষকদের ভোট করানোর নির্দেশ, বিনিময়ে উপহার ঘোষণা অনুব্রতর

বোলপুর: প্রাথমিক শিক্ষকদের মঞ্চে বসেই শিক্ষকদের নির্দেশ দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তবে, শুধু নির্দেশ নয়, কাজ শেষে উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কেষ্ট৷ রবিবার বীরভূমে শিক্ষকদের একটি সংগঠনের অনুষ্ঠানমঞ্চ থেকে অনুব্রত ঘোষণা, ‘‘লোকসভা নির্বাচনটা করাতে হবে৷ ভোটটা আপনারা করিয়ে দিন৷ কারণ, পাঁচ বছরে একবার এই কাজ আপনাদের করতে হবে৷’’ ভোট করানোর নির্দেশ দেওয়া

শিক্ষকদের ভোট করানোর নির্দেশ, বিনিময়ে উপহার ঘোষণা অনুব্রতর

বোলপুর: প্রাথমিক শিক্ষকদের মঞ্চে বসেই শিক্ষকদের নির্দেশ দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তবে, শুধু নির্দেশ নয়, কাজ শেষে উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কেষ্ট৷

রবিবার বীরভূমে শিক্ষকদের একটি সংগঠনের অনুষ্ঠানমঞ্চ থেকে অনুব্রত ঘোষণা, ‘‘লোকসভা নির্বাচনটা করাতে হবে৷ ভোটটা আপনারা করিয়ে দিন৷ কারণ, পাঁচ বছরে একবার এই কাজ আপনাদের করতে হবে৷’’ ভোট করানোর নির্দেশ দেওয়া পাশাপাশি অনুব্রত নির্দেশ, ‘‘ভোটটা করিয়ে দিন৷ আপনাদের সমস্ত দাবি-দাওয়া সমস্তটা মিটিয়ে দেব৷ আমি কথা দিলাম৷’’

তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শিক্ষকমহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ শিক্ষকদের দাবিদাওয়া মেটানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট করানোর নির্দেশ ঘিরেও শুরু হয়েছে চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =