দুর্ঘটনায় জখম শিক্ষক, প্রাণ ফেরাতে ঝাঁপল প্রাথমিক শিক্ষক সংগঠন!

দুর্ঘটনায় জখম শিক্ষক, প্রাণ ফেরাতে ঝাঁপল প্রাথমিক শিক্ষক সংগঠন!

87767e2223168148fd1639c0c2dc1930

কলকাতা: পথ দুর্ঘটনায় গুরুতর জখম শিক্ষকদের পাশে এসে দাঁড়াল প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন৷ সদ্য বিবাহিত প্রাথমিক শিক্ষক পিন্টু মাঝির চিকিৎসায় জরুরি ভূমিকা নিয়েছে শিক্ষক সংগঠনের সদস্যরা৷

হুগলি জেলার ঘোলদিগরুই ২ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন পিন্টুবাবু৷ দুর্ঘটনার দিন কয়েক আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন৷ পরিবারে সদস্য বলতে বাবা-মা ও সদ্য বিবাহিতা স্ত্রী৷ গত ১৭ ফেব্রুয়ারি সকালে কুয়াশার কারণে বাইক দুর্ঘটায় গুরুতর জখম হন পিন্টুবাবু৷ মাথায় গুরুতর আঘাত লাগে৷ স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান৷ পরে কলকাতার কোঠারি হাসপাতালে ভর্তি করা হয়৷

চিকিৎসারা জানিয়েছেন, দ্রুত তাঁর শল্য চিকিৎসা করানোর প্রয়োজন৷ খরচ প্রায় ৪-৫ লক্ষ টাকা৷ কিন্তু, শিক্ষক পরিবারের পক্ষে বিপুল এই চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে জখম শিক্ষককের পরিবারের পাশে থাকার অঙ্গিকার করা হয়৷ জখম শিক্ষককের পাশে দাঁড়াতে শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বৈঠক করে কয়েক ঘণ্টার মধ্যে গণতহবিল সংগ্রহ করে আড়াই লক্ষ টাকা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়৷ শিক্ষক সংগঠনের তরফে দেওয়া অর্থ সাহায্যে চলছে চিকিৎসা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *