অমানবিক! টানা ৪ বছর শিকলে বাঁধা ঘরবন্দি যুবক

বসিরহাট : পরনে শতছিন্ন গামছা৷ পায়ে মোটা শিকল৷ এই ভাবেই ঘরের এক চিলতে বারান্দায় টানা চার বছর গৃহবন্দি বছর ২৪-এর রাজীব হালদার৷ বসিরহাট মহকুমার মাটিয়া থানা এলাকার ধান্যকুড়িয়া গ্রামে বাড়ি রাজীবের৷ টানা ৪ বছর ধরে রাজীব এভাবেই শিকলবন্দি৷ বাবা রাজকুমার রংমিস্ত্রী৷ মা প্রয়াত হয়েছেন দু’বছর হয়েছে৷ কিন্তু, কেন এভাবে বেঁধে রাখা হয়েছে ওই যুবককে? রাজকুমার

অমানবিক! টানা ৪ বছর শিকলে বাঁধা ঘরবন্দি যুবক

বসিরহাট : পরনে শতছিন্ন গামছা৷ পায়ে মোটা শিকল৷ এই ভাবেই ঘরের এক চিলতে বারান্দায় টানা চার বছর গৃহবন্দি বছর ২৪-এর রাজীব হালদার৷ বসিরহাট মহকুমার মাটিয়া থানা এলাকার ধান্যকুড়িয়া গ্রামে বাড়ি রাজীবের৷ টানা ৪ বছর ধরে রাজীব এভাবেই শিকলবন্দি৷ বাবা রাজকুমার রংমিস্ত্রী৷ মা প্রয়াত হয়েছেন দু’বছর হয়েছে৷ কিন্তু, কেন এভাবে বেঁধে রাখা হয়েছে ওই যুবককে?

রাজকুমার বাবুর জানান, মানসিক রোগে আক্রান্ত রাজীবকে রাজ্যের সমস্ত বড় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও জায়গাতেই সুস্থ করতে পারেননি চিকিৎসকরা৷ ফলে বাড়িতেই তাঁকে বেঁধে রাখা হয়েছে৷ তবে শিকল দিয়ে বাঁধা কেন? এই প্রশ্নের জবাব, পাছে ছেলে যদি কোথাও চলে যায়৷ হাবরার দুই সমাজকর্মী কানে আসে এই অমানবিক ঘটনা৷ তাঁরা ছুটে যান ধান্যকুড়য়া গ্রামে৷ কথা বলেন পরিবারের সঙ্গে৷ মাটিয়া থানাতেও জানান তাঁরা৷  তবে থানা থেকে পুলিশ এসেও শিকল খোলার কোনও উদ্যোগ নেয়নি পুলিশ৷ তাই ঘরের দাওয়ায় আজও পায়ে শিকল বাঁধা অবস্থায় বসে দিন কাটছেন যুবক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *