কলকাতা: সল্টলেকে চলছে আন এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের অনশন৷ টানা নদিনের অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষক শিক্ষিকা৷ তবুও ভ্রুক্ষেপ নেই সরকারের৷ আজ শিক্ষকদের অবস্থানে যান বাম নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেসের আব্দুল মান্নান৷ এদিন অনশনকারী শিক্ষকদের পাশে নিয়ে রাজ্য সরকারকে তীব্র নিশানা করেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী৷ বলেন, ১০ হাজার মাদ্রাসাকে সরকারী স্বীকৃতি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসেছেন তারা ২৩৫ টি স্বীকৃত মাদ্রাসার শিক্ষকদেরই বেতন, মিড ডে মিল কোনও সুবিধা দিতে পারেনি৷ একইসঙ্গে অসুস্থ শিক্ষক-শিক্ষিকাদের ওপর সরকার কোনও নজর না দেওয়ায় ক্ষোভ উগরে দেন তিনি৷ বলেন, এই সরকার পাষাণ ও মানবিক৷
একইসঙ্গে তৃণমূল সরকারকে ভয়ঙ্কর বিপজ্জনক বলেও কটাক্ষ করেন তিনি৷ এদিন আব্দুল মান্নান বলেন, সরকার দেখছে যাতে কোনও ডেকরেটার্স এদের কম্বল না দিতে পারে, এমনকি চিকিত্সকেরাও অসুস্থ শিক্ষক- শিক্ষিকাদের চিকিত্সা করতে ভয় পাচ্ছে৷ এক অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে যা ভাবতে পারা যায় না৷
শুক্রবার অনশন মঞ্চে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন মুর্শিদাবাদ জেলার শিক্ষিকা সোনিয়া পারভিন এবং জর্জিয়া জোহানা। তাদের সল্টলেক সাব ডিভিশন হসপিটালে ভর্তি করা হয়। প্রবল শীতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষক-শিক্ষিকাদের চরম দুরবস্থা মধ্যে দিন কাটাতে হচ্ছে। ভোট তো শিয়রে৷ সরকারের কানে কী পৌঁছছে না শিক্ষকদের কাতর অবস্থার কথা? পৌঁছলে কেন কোনও পদক্ষেপ করছে না সরকার? উঠছে প্রশ্ন, বাড়ছে ক্ষোভ৷