রাতের শহরে চলন্ত ক্যাবে সহযাত্রীর লালসার শিকার তথ্যপ্রযুক্তি কর্মী

কলকাতা: ফের রাতের শহরে চলন্ত ক্যাবে সহযাত্রীর হাতেই যৌন লালসার শিকার হলেন শহরের একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলা কর্মী৷ রাত পৌনে আটটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাইপাস এলাকায়৷ ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলি৷ ঘণ্টা ২৪ ঘণ্টা পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ পুলিশ সূত্র জানাচ্ছে, সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে

রাতের শহরে চলন্ত ক্যাবে সহযাত্রীর লালসার শিকার তথ্যপ্রযুক্তি কর্মী

কলকাতা: ফের রাতের শহরে চলন্ত ক্যাবে সহযাত্রীর হাতেই যৌন লালসার শিকার হলেন শহরের একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলা কর্মী৷ রাত পৌনে আটটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাইপাস এলাকায়৷ ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলি৷ ঘণ্টা ২৪ ঘণ্টা পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷

পুলিশ সূত্র জানাচ্ছে, সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে নামী বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার ওই মহিলা কর্মী আর পাঁচটা দিনের মতো ওই রাতে শাটল ক্যাবে সন্তোষপুর বটতলার বাড়িতে ফিরছিলেন৷ ক্যাবে ওই মহিলা সহ মোট ১০ জন যাত্রী ছিলেন৷ সল্টলেকে সীমানা পেরিয়ে চিংড়িহাটা মোড় হয়ে ক্যাবটি সবে মা ফ্লাইওভারে উঠতেই পাশে বসে থাকা সহযাত্রী তাঁর শরীরে হাত দেন বলে অভিযোগ৷ আতঙ্কে ওই মহিলা চিৎকার করে ওঠেন৷ বাধা দেন৷ একপ্রস্ত ধস্তাধস্তি হয়৷ এরপর ক্যাবটি সিমলা বিরিয়ানির কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি সেই সুযোগে ক্যাব থেকে নেমে পালিয়ে যায় বলে মহিলার অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =