কলকাতা: এবার করোনায় আক্রান্ত হলেন আইএএস অফিসার। এই প্রথম নবান্নে নিযুক্ত কোনও আইএএস আফিসার করোনায় আক্রান্ত হলেন। করোনার রিপোর্ট পজিটিভ আসার পরেই নবান্ন স্যানেটাইজড করার কাজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এতদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন শামা পারভিন নামের এক আইএএস আধিকারিক। তিনি ল্যান্ড দপ্তরের সচিব ছিলেন। শুক্রবার তিনি ছুটি থেকে অফিসে যোগ দেন। কিন্তু শনিবার থেকে তাঁর জ্বর শুরু হয়। শনিবারই লালারসের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট আসার পরেই সচিব যে ঘরে বসতেন, সেই ঘরটি স্যানেটাইজড করা হয়েছে বলে জানা গিয়েছে।
করোনাতে প্রথম আক্রান্ত তরুণের মা পদাধিকারি আমলা ছিলেন। বিদেশ থেকে ফিরে তরুণের আমলা মা তাকে নিয়ে নবান্নে যায়। তরুণের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়ার গোটা নাবান্ন স্যানেটাইজড করা হয়। যদিও তরুণের থেকে কারও শরীরে করোনা ভাইরাস ছড়ায়নি। এমনকী তরুণের মাও করোনায় আক্রান্ত হয়নি।
তবে করোনায় নবান্নের গাড়ির চালকরা আক্রান্ত হয়েছিলেন। নবান্নের গাড়ির চার চালক করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় যে আধিকারিকদের গাড়ি চালাচ্ছিলেন তাঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মনে করা হয়, অবসরে ড্রাইভাররা একসঙ্গে আড্ডা মারেন। সেখান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে শেষ পর্যন্ত নবান্নে করোনা ভাইরাস ঢুকেই গেল। আক্রান্ত হলেন আইএএশ অফিসার।